বালুরঘাট, ১ নভেম্বর (হি.স.): চোরের দাপট দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট জেলা হাসপাতাল চত্বরে। হাসপাতাল চত্বরের পার্কিং এলাকায় দাঁড়িয়ে থাকা অ্যাম্বুলেন্স থেকে চুরি হয়ে গিয়েছে চিকিৎসার সরঞ্জাম। বালুরঘাট জেলা হাসপাতালের এই ঘটনায় নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন, পুলিশ শুরু করেছে তদন্ত। তবে, এখনও অবধি চোরের কোনও খোঁজ পাওয়া যায়নি।
মঙ্গলবার সকালে বিষয়টি নজরে আসতে চাঞ্চল্য ছড়িয়েছে হাসপাতাল চত্বরে। রাতের অন্ধকারে হাসপাতাল চত্বরে থাকা অ্যাম্বুলেন্সের জানালা ভেঙে ভেন্টিলেশন মেশিন, সিরিঞ্জ পাম্প, মনিটর-সহ চিকিৎসার সরঞ্জাম চুরি হয়ে গিয়েছে। যার ফলে বালুরঘাট হাসপাতালে ফের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। বিষয়টি পুলিশে জানানো হয়েছে, সেই মত তদন্ত শুরু হয়েছে।