ছত্তিশগড়ে এনকাউন্টারে নিকেশ দুই মাওবাদী, বিপুল আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

কাঙ্কের, ৩১ অক্টোবর (হি.স.): ছত্তিশগড়ের মাওবাদী অধ্যুষিত কাঙ্কের জেলায় ডিআরজি (জেলা রিজার্ভ গার্ড) জওয়ানদের সঙ্গে গুলির লড়াইয়ে নিকেশ হয়েছে দুই পুরুষ মাওবাদী। কাঙ্কের জেলার সিকসোদ থানার অন্তর্গত কদমে গ্রামের কাছে জেলা রিজার্ভ গার্ড (ডিআরজি)-এর জওয়ানদের সঙ্গে এনকাউন্টারে দুই পুরুষ নকশাল নিহত হয়েছে, এমনটাই জানিয়েছেন বস্তার রেঞ্জের আইজি পি সুন্দররাজ। এনকাউন্টারস্থল থেকে উদ্ধার হয়েছে বিপুল আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ এবং মাওবাদীদের সঙ্গে সম্পর্কিত জিনিসপত্র।

পুলিশের পদস্থ এক কর্তা জানিয়েছেন, সোমবার ভোরে মাওবাদী বিরোধী অভিযানে নেমেছিললেন জেলা রিজার্ভ গার্ড ও সীমান্ত রক্ষী বাহিনী র জওয়ানরা। ভোর চারটে নাগাদ ডিআরজি-র পেট্রোলিং টিমকে লক্ষ্য করে গুলি চালায় মাওবাদীরা। এরপর শুরু হয় গুলির লড়াই। এনকাউন্টারে নিকেশ হয়েছে দুই মাওবাদী। নিহত মাওবাদীদের নাম ও পরিচয় জানার চেষ্টা চলছে। এনকাউন্টারস্থল থেকে উদ্ধার হয়েছে বিপুল আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ, সেগুলি বাজেয়াপ্ত করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *