পানিসাগরে পথ দূর্ঘটনায় মৃত্যু এক ব্যক্তির

নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ৩১ অক্টোবর৷৷ রবিবার রাত আটটা নাগাদ উওর জেলার পানিসাগর মহকুমার অন্তর্গত আসাম আগরতলা জাতীয় সড়কের রামনগর বাজার সংলগ্ণ এলাকায় ঘটে যায় এক ভয়ঙ্কর পথ দূর্ঘটনা৷এতে দূর্ঘটনা সলেই মৃত্যু হয় ষাটোর্ধ এক পৌঢ়ের৷ জানা গেছে,প্রতি দিনের ন্যায় রামনগর পাচ নং ওয়ার্ডে বাসিন্দা মানিক শব্দকর সকালে কর্মের সন্ধানে বাড়ি থেকে বের হয়ে রাত আটটা নগাদ বাড়ি ফেরার পথে রামনগর বাজার এলাকায় পৌছালে বীপরিত দিক থেকে আসা টি,আর,০৫ ই,১৬৭২ নম্বরের একটি মালবাহী ছোট গাড়ি তাকে সজোরে ধাক্কা মেরে দূর্ঘটনা গ্রস্ত হয়৷ঘটনার পর চালক সুযোগ বুঝে গাড়ি ছেড়ে পালিয়ে যায়৷দূর্ঘটনার বিকট শব্দে আশপাশের লোকজন ছুটে আসে এবং পানিসাগর দমকল অফিসে খবর দিলে দমকল কর্মীরা ছুটে গিয়ে আহত ব্যাক্তিকে তিলথৈ হাসপাতালে নিয়ে আসে৷হাসপাতালের কর্তব্য চিকিৎসক রাহুল সাহা মৃত বলে ঘোষনা করেন৷ এদিকে মৃত ব্যাক্তির পরিবার সূত্রে জানা যায়,মৃত ব্যাক্তির স্ত্রী সহ দুই পুত্র ও এক কন্যা রয়েছে৷দুই পুত্রের উপার্জনের পাশাপাশি তিনিও পরিবারের হাল ধরতে গিয়ে মর্মান্তিক মৃত্যুবরন করেন৷ অপরদিকে দূর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় পানিসাগর থানার পুলিশ৷ তারপর অভিশপ্ত ঘাতক গাড়িটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে৷সাথে একটি পথ দূর্ঘটনার মামলা হাতে নিয়ে তদন্তে নেমেছে পুলিশ৷ সোমবার দুপুরে ময়নাতদন্তের পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেয় পুলিশ৷গোটা ঘটনায় রামনগর এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *