নয়াদিল্লি, ৩১ অক্টোবর (হি.স.) : গুজরাট দুর্ঘটনাকে একটি দুর্ভাগ্যজনক গুরুতর ঘটনা বলে বর্ণনা করে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে।
সোমবার সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় খাড়গে বলেন, এই বিষয়ে গুরুতর অবহেলা করা হয়েছে এবং সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের একজন অবসরপ্রাপ্ত বিচারপতিকে দিয়ে তদন্ত করা উচিত। তিনি প্রশ্ন তোলেন, এটাও খতিয়ে দেখা উচিত যে সম্প্রতি যখন এই সেতু মেরামত করা হয়েছে, তাহলে কীভাবে এই দুর্ঘটনা ঘটল।
তিনি আরও বলেন, এটাও বড় প্রশ্ন যে সেতুটি যখন অনেক পুরনো, তখন একই সঙ্গে এত বিপুল সংখ্যক মানুষকে যেতে দিল কে, তাও খতিয়ে দেখা উচিত। এই দুর্ঘটনার সব দোষীদের শাস্তি দেওয়া খুবই জরুরি বলে তিনি দাবি করেন।
খাড়গে ক্ষতিগ্রস্তদের পরিবারকে ত্রাণ দেওয়ারও দাবি জানিয়েছেন। তিনি কংগ্রেস কর্মীদের দুর্গত মানুষদের সাহায্য করারও আহ্বান জানান।
প্রসঙ্গত, রবিবার রাতে গুজরাটের মোরবিতে মাচ্চু নদীর উপর পুরানো তারের সেতু হঠাৎ ভেঙে পড়ার কারণে দুর্ঘটনায় এখনও পর্যন্ত ১৩২ জনেরও বেশি লোক মারা গেছে। দুর্ঘটনার সময় সেতুতে চার শতাধিক মানুষ উপস্থিত ছিলেন বলে জানা গেছে।