কোভিড-সংক্ৰমণ কমে ১,৩২৬; ভারতে সক্রিয় রোগী ১৮-হাজারের নীচে, মৃত্যু মাত্র ৮ জনের

নয়াদিল্লি, ৩১ অক্টোবর (হি.স.): ভারতে করোনাভাইরাসের দৈনিক সংক্ৰমণ নিরন্তর কমছে, নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে দৈনিক মৃত্যুর সংখ্যাও। রবিবার সারা দিনে দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১,৩২৬ জন। বিগত ২৪ ঘন্টায় দেশে ৮ জনের মৃত্যু হয়েছে, শুধুমাত্র কেরলেই মৃত্যু হয়েছে ৫ জনের। ফলে ভারতে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে ৫,২৯,০২৪-এ পৌঁছেছে। দেশে সক্রিয় করোনা-রোগীর সংখ্যা কমে ১৭ হাজার ৯১২-এ পৌঁছেছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, রবিবার সারা দিনে দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ১,৩২৬ জন, এখনও পর্যন্ত দেশে মোট করোনায় সংক্রমিত হয়েছেন ৪,৪৬,৫৩,৫৯২ জন। সোমবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট চিকিৎসাধীন করোনা-রোগীর সংখ্যা কমে ১৭ হাজার ৯১২-তে পৌঁছেছে। এই মুহূর্তে শতাংশের নিরিখে ০.০৪ শতাংশ করোনা-রোগী চিকিৎসাধীন রয়েছেন ভারতে।

বিগত ২৪ ঘন্টায় দেশে করোনাভাইরাসের টিকা পেয়েছেন ২৫ হাজার ৪৩৩ জন প্রাপক, ফলে ভারতে সোমবার সকাল আটটা পর্যন্ত ২১৯.৬৩-কোটির বেশি টিকাকরণ সম্পন্ন হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, সোমবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট সুস্থ হয়েছেন ৪,৪১,০৬,৬৫৬ জন করোনা-রোগী, শতাংশের নিরিখে ৯৮.৭৮ শতাংশ, বিগত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১,৭২৩ জন। দেশে এই মুহূর্তে দৈনিক সংক্রমণের হার ১.৫৯ শতাংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *