ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩০ অক্টোবর।। রাজ্য সেরা হলো উত্তর এবং সিপাহীজলা জেলা। প্রথম বর্ষ রাজ্য জুনিয়র ইন্ডোর কাবাডি প্রতিযোগিতায়। দুদিনব্যাপী রাজ্য আসর রবিবার শেষ হয় এন এস আর সি সি-র কাবাডি হলঘরে। মনোরম পরিবেশের মধ্যে এবারের আসর অনুষ্ঠিত হলো। আসরে বালকদের সেমিফাইনালে পশ্চিম জেলা ‘এ’ ৩৫-৩২ পয়েন্টে পশ্চিম জেলা ‘বি’ দলকে এবং উত্তর জেলা ৪৩-৩৩ পয়েন্টে গোমতি জেলাকে পরাজিত করে ফাইনাল খেলার ছাড়পত্র অর্জন করে। ফাইনালে উত্তর জেলা পরাজিত করে পশ্চিম জেলা ‘এ’কে। ওই বিভাগে তৃতীয় স্থান দখল করে গোমতি জেলা। বালিকাদের সেমিফাইনালে পশ্চিম জেলা ‘বি’ ৪৪-২১ পয়েন্টে ঊণকোটি জেলাকে এবং সিপাহীজলা জেলা ৫১-১৬ পয়েন্টে গোমতি জেলাকে পরাজিত করে ফাইনালে উঠে। ফাইনালে সিপাহীজলা জেলা ৪৭-৩৪ পয়েন্টে পশ্চিম জেলা ‘বি’কে পরাজিত করে রাজ্য সেরা হয়। তৃতীয় স্থান দখলের লড়াইয়ে ঊণকোটি জেলা ৫১-৩২ পয়েন্টে গোমতি জেলাকে পরাজিত করে। ফাইনাল শেষে হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। তাতে উপস্থিত ছিলেন রাজ্য ক্রীড়া পর্ষদের যুগ্ম সচিব সরযূ চক্রবর্তী এবং পদ্মশ্রী দীপা কর্মকার। এবারের আয়োজন নিয়ে খুশি বিভিন্ন জেলা থেকে আসা খেলোয়াড়রাও। আগামীদিনেও এমন আসর করার জন্য উদ্যোক্তাদের কাচে অনুরোধ করেছেন অংশ নেওয়া খেলোয়াড়রা। আসর সুষ্ঠভাবে সম্পন্ম হওয়ায় সকলকে ধন্যবাদ জানিয়েছেন উদ্যোক্তা কমিটির সচিব তনয় দাস।
2022-10-30