নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ অক্টোবর৷৷ চিকিৎসকের গাফিলতিতে প্রসবের সময় নবজাতকের মৃত্যুর অভিযোগ৷ অপরদিকে গর্ভবতী মহিলা নাবালিকা হওয়ায় শারীরিক সমস্যা দেখা দেওয়ায় মৃত্যু হয়েছে শিশুর বলে অভিমত চিকিৎসকের৷ ঘটনাকে কেন্দ্র করে বিশালগড় মহকুমা হাসপাতালে ভাংচুর চালানোর অভিযোগে গ্রেপ্তার পাঁচজন৷ ঘটনা মহকুমা হাসপাতালে৷
মৃত নবজাতকের পরিবারের লোকেদের অভিযোগ শনিবার সন্ধ্যায় বিশালগড় ২ নং গেট এলাকার মিঠুন দাসের স্ত্রী রবিনা দাসের প্রসব যন্ত্রণা শুরু হলে তাকে নিয়ে আসা হয় বিশালগড় মহকুমা হাসপাতালে৷ তখন হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক রবিনা দাসকে তড়িঘড়ি ডেলিভারি ওয়ার্ডে নিয়ে যায়৷ ফুটফুটে একটি ছেলে সন্তানের জন্ম দেয় রবিনা দাস৷ তারপর নবজাতক শিশু কোন সাড়া না দেওয়ায় চিকিৎসক শিশুকে অক্সিজেন দেয় এবং তার শরীরে তাপ দেয়৷ দীর্ঘক্ষণ বিভিন্ন চেষ্টার পর নবজাতককে হাঁপানিয়া হাসপাতালে রেফার করে দেয়৷ কিন্তু হাঁপানিয়া হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসক জানায় দীর্ঘক্ষণ আগেই নবজাতকের মৃত্যু হয়ে গেছে, আরও আগে হাঁপানিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে হয়তো বাঁচানো সম্ভব হতো৷ পরিবারের লোকেদের অভিযোগ বিশালগড় মহকুমা হাসপাতালের চিকিৎসকের গাফিলতিতেই মৃত্যু হয়েছে শিশুটির৷ এতে পরিবারের লোকেরা ক্ষিপ্ত হয়ে উঠে৷ অপরদিকে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সৌম্য কান্তি সিনহার অভিযোগ গর্ভবতী মহিলা নাবালিকা হওয়ায় সন্তান প্রসবের সময় জটিলতা দেখা দেয়৷ গর্ভবতী মায়ের গর্ভের জল শুকিয়ে যাওয়ায় সন্তান প্রসবের সময় শিশুর মাথায় এবং শরীরের উপর প্রচন্ড চাপ পড়ে৷ এতে শিশুটি জীবিত অবস্থায় ভূমিষ্ঠ হলেও সে জন্মগ্রহণের পর কোন সারা দেয়নি৷ চিকিৎসকের তরফে তাকে বাঁচানোর জন্য সব ধরনের চেষ্টা করা হয়েছে৷ পরে তার শারীরিক অবস্থা আরও আশঙ্কাজনক হওয়ায় তাকে তড়িঘড়ি হাপানিয়া হাসপাতালে রেফার করা হয়৷ হাঁপানিয়া হাসপাতালে যাওয়ার পথে অ্যাম্বুলেন্সে মৃত্যু হয় শিশুটির৷ ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয় হাসপাতাল চত্বরে৷ নবজাতকের পরিবারে তরফে হাসপাতালে হামলা চালানোর অভিযোগ উঠে৷ পরে হাসপাতালে ছুটে আসে বিশালগড় থানার ওসি বাদল চন্দ্র সাহা সহ বিশাল পুলিশ ও টি.এস.আর বাহিনী৷ গ্রেপ্তার করা হয় মোট পাঁচজনকে৷ তার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে৷ পুলিশ ঘটনার পরিপ্রেক্ষিতে একটি মামলা গ্রহণ করেছে৷ নবজাতকের মৃতদেহ রবিবার ময়নাতদন্তের পর তার পরিবারের লোকজনদের হাতে তুলে দেওয়া হয়৷
2022-10-30