নয়াদিল্লি, ৩০ অক্টোবর (হি.স.) : আদিবাসীদের কাছ থেকে প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণ সম্পর্কে শেখার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, আদিবাসী সংস্কৃতিকে বাঁচানো প্রয়োজন।
রবিবার অল ইন্ডিয়া রেডিওতে তার মাসিক অনুষ্ঠান ‘মন কি বাত’-এর ৯৪ তম সংস্করণে জাতির উদ্দেশে ভাষণ দিতে গিয়ে মোদী বলেন, দেশ ১৫ নভেম্বর উপজাতি গর্ব দিবস উদযাপন করবে। বিরসা মুণ্ডার জন্মবার্ষিকীতে আদিবাসী ঐতিহ্য এবং গর্ব উদযাপনের জন্য এটি গত বছর শুরু হয়েছিল। বিরসা মুন্ডা তাঁর স্বল্প জীবনে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে লক্ষ লক্ষ মানুষকে ঐক্যবদ্ধ করেছিলেন। ভারতের স্বাধীনতা ও উপজাতীয় সংস্কৃতি রক্ষায় তিনি তার জীবন উৎসর্গ করেছিলেন।
প্রধানমন্ত্রী বলেন, “বিরসা মুন্ডা সবসময় জোর দিয়েছিলেন যে ,আমাদের উপজাতীয় সংস্কৃতি ভুলে যাওয়া উচিত নয়, এটি থেকে এক বিন্দুও দূরে সরে যাওয়া উচিত নয়। আজও আমরা দেশের আদিবাসী সমাজ থেকে প্রকৃতি ও পরিবেশ সম্পর্কে অনেক কিছু জানতে পারি। প্রধানমন্ত্রী যুবকদের রাঁচির বিরসা মুন্ডা মিউজিয়াম দেখার আহ্বান জানিয়েছেন।