বাগদাদ, ৩০ অক্টোবর (হি.স.) : শনিবার উত্তর-পূর্ব বাগদাদে একটি ট্যাঙ্কার ট্রাক বিস্ফোরণে অন্তত আটজন নিহত এবং আরও ১৮ জন আহত হয়েছেন বলে ইরাকি নিরাপত্তা সূত্র জানিয়েছে।
ইরাকের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আল-বিনুক আশেপাশে অন্য একটি গাড়ির সঙ্গে সড়ক দুর্ঘটনার পর তরল পেট্রোলিয়াম গ্যাস বহনকারী চলন্ত ট্রাকটিতে বিস্ফোরণ ঘটে, যা আশেপাশের বেশ কয়েকটি বেসামরিক গাড়ি এবং ভবন ক্ষতিগ্রস্ত করে।
মৃতের সংখ্যা বাড়তে পারে কারণ অ্যাম্বুলেন্স এবং আহতদেরকে নিকটবর্তী হাসপাতাল ও চিকিৎসা কেন্দ্রে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।
এদিকে, ইরাকি প্রশাসন এক বিবৃতিতে মারাত্মক বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করে ঘটনার তদন্তের পরই বিস্তারিত জানা যাবে বলে জানানো হয়েছে