নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ অক্টোবর৷৷ অ্যাম্বুলেন্সর ধাক্কায় বাইক সহ রাস্তায় ছিটকে পড়ে দুর্ঘটনায় গুরুতর ভাবে আহত স্বামী-স্ত্রী৷ ঘটনা শনিবার গভীর রাতে চড়িলাম ছেচুড়ীমাই সুকল সংলগ্ণ সড়কে৷ ঘটনার বিবরণ জানাজায় শনিবার গভীর রাতে বাইক নিয়ে ছেচুড়ীমায় শ্বশুরবাড়ি থেকে মোহাম্মদ হানিফ ও উনার স্ত্রী রিনা বেগম চড়িলাম উত্তর মুড়া যাওয়ার পথে ছেচুড়ীমাই সুকল সংলগ্ণ সড়কে উদয়পুর থেকে আগরতলা যাওয়ার পথে একটি দ্রুতগামী অ্যাম্বুলেন্স মোহাম্মদ হানিফের বাইকে ধাক্কা মারে৷ সঙ্গে সঙ্গে বাইক সহ রাস্তায় ছিটকে পড়েন মোহাম্মদ হানিফ সহ উনার স্ত্রী রিনা বেগম৷ বিকট শব্দ পেয়ে পার্শবর্তী এলাকাবাসী দ্রুত ছুটে আসেন৷ খবর দেয় বিশ্রামগঞ্জ অগ্ণি নির্বাপক দপ্তরে৷ খবর পেয়ে ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে বিশ্রামগঞ্জ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় বিশ্রামগঞ্জ অগ্ণি নির্বাপক দপ্তরের কর্মীরা৷ সেখানে আহতদের অবস্থা গুরুতর হয় তাদের আগরতলা জিবিপি হাসপাতালে রেফার করে দেওয়া হয়৷
2022-10-30