ধনছড়ি সুকলে পরীক্ষা চলাকালীন কংগ্রেসের ডেপুটেশন ঘিরে জনমনে ক্ষোভ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ অক্টোবর৷৷ ধনছড়ী উচ্চ বুনিয়াদি বিদ্যালয় নিয়ে কংগ্রেসের ডেপুটেশনের নামে শুক্রবার মিথ্যা তথ্য তুলে ধরে বলে জানান সুকলের হেডমাস্টার ও এসএমসি কমিটি সদস্যরা৷ এই ঘটনা নিয়ে শনিবার এস এম সি কমিটির সদস্যরা সুকলে গিয়ে প্রধান শিক্ষকের সঙ্গে আলাপ  আলোচনা করেন৷  জানা যায় ধনছড়ি সুকলে শুক্রবার পরীক্ষা চলাকালীন কংগ্রেসের কর্মীরা ডেপুটেশনের নামে সুকলে ঢুকে পড়ে এবং সুকল  শিক্ষক থেকে শুরু করে হেডমাস্টারকে হুমকি প্রদান করে৷ যদিও সুকল শিক্ষকরা বলেছিল সুকলে পরীক্ষা চলছে অন্য একদিন আসার জন্য৷ কিন্তু তা পাত্তা না দিয়ে সুকলের পরিত্যক্ত  ঘরগুলি এবং মিড ডে মিল নিয়ে সংবাদ মাধ্যমের দারস্থ হয়ে মিথ্যা কথোপকথন তুলে ধরে৷ সুকলের প্রধান শিক্ষক ও এসএমসি কমিটির সদস্যরা জানায় সুকলের মধ্যে কম্পিউটার থেকে শুরু করে ইলেকট্রিক , পানীয় জল , মিড ডে মিলের কিচেন রুম থেকে শুরু করে সুকলের সার্বিক উন্নয়ন হয়েছে৷ কিন্তু কংগ্রেসের কর্মীরা সুকলের মধ্যে প্রধান শিক্ষককে হুমকি-ধমকি দিয়ে ডেপুটেশনের নামে মিথ্যা সংবাদ তুলে ধরে৷ যার পরিপ্রেক্ষিতে শনিবার এস এম সি কমিটির সদস্যরা সুকলে গিয়ে প্রধান শিক্ষকের সঙ্গে আলাপ  আলোচনা করেন৷  প্রধান শিক্ষক জানায় কংগ্রেস কর্মীরা, ডেপুটেশনের নামে সুকলে পরীক্ষা চলাকালীন ছাত্রছাত্রীদের পরীক্ষায় বিঘ্ন ঘটায়৷ যে সকল তথ্যগুলি তুলে ধরেছে সবগুলি মিথ্যে বলে জানান সুকলের প্রধান শিক্ষক৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *