কাতারের আমির তামিম বিন হামাদ আল থানির সঙ্গে কথা বললেন প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ২৯ অক্টোবর (হি.স.) : কাতারের আমির তামিম বিন হামাদ আল থানির সঙ্গে শনিবার কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর উদযাপন সহ বিভিন্ন বিষয়ে ফোনে আলোচনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

প্রধানমন্ত্রী মোদী টুইট করেছেন, “কাতারের আমির তামিম বিন হামাদ আল থানির সঙ্গে কথা বলে আনন্দিত। দীপাবলির শুভেচ্ছার জন্য তাকে ধন্যবাদ।”
প্রধানমন্ত্রী মোদী আমির তামিম বিন হামাদ আল থানিকে কাতারে ২০ নভেম্বর শুরু হতে যাওয়া ফুটবল বিশ্বকাপের আগে একটি সফল ফিফা বিশ্বকাপের জন্য শুভকামনা জানিয়েছেন। উল্লেখ্য, ২০ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত কাতারে ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। ৩২টি দল ৬৪টি ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করবে।