রাজ্যে নারী নির্যাতনের বিরুদ্ধে বাঙালি মহিলা সমাদের বিক্ষোভ প্রদর্শন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ অক্টোবর৷৷ রাজ্যজুড়ে নারী নিযার্তনের বিরুদ্ধে বাঙালি মহিলা সমাজ এিপুরা রাজ্য কমিটি  বিক্ষোভ প্রদর্শন করেন৷ শনিবার শিবনগরেস্থিত নিজ কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন৷
সম্প্রতিকালে এক সপ্তাহের মধ্যে ঘটে যাওয়া চারটি ধষর্ণের বিরুদ্বে শনিবার  শিবনগরেস্থিত নিজ কার্র্যলয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন বাঙালি মহিলা সমাজ এিপুরা রাজ্য কমিটি৷ এদিন এিপুরা রাজ্য কমিটির সচিব সীমনি দেব তীব্র ভাষায় সমালোচনা করে বলেন, রাজ্যে দিন দিন  ধষর্ণ বেড়েই যাচ্ছে, কিন্তু সেই সমস্ত ধর্ষকরা রাজনৈতিক রং থাকায় পুরোপুরি শাস্তি পাচ্ছে না৷
তিনি সরকারের কাছে দাবি জানান, অবিলম্বে নারী ধর্ষণকান্ডে যুক্ত সমস্ত অপরাধীদের শাস্তি দেওয়া৷ তিনি আরও দাবি জানান, ড্রাগ সহ সমস্ত নেশাজাতীয় দ্রব্য বিক্রি পুরোপুরি নিষিদ্ধ করাহোক৷ সাথে তিনি আরও দাবি জানান, ধর্ষণকান্ডে অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করা৷ তিনি এিপুরাবাসীকে, নারীধষর্ন, খুন – সন্ত্রাস, ও নেশা কারবারির বিরুদ্ধে তীব্র  আন্দোলন গড়ে তুলতে আহ্বান জানান৷