মুখ্যমন্ত্রী আদর্শ গ্রাম প্রকল্পে ৫৫টি গ্রামকে আদর্শগ্রামে রূপান্তরিত করার পরিকল্পনা নেওয়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ অক্টোবর৷৷ রাজ্যের গ্রামীণ এলাকার ৮,৬১১ জন ব্যবসায়ীকে মুখ্যমন্ত্রী স্বনির্ভর যোজনার (গ্রামীণ) আওতায় আনা হয়েছে৷ তাদের প্রত্যেককেই বিনামূল্যে বীমা করে দেওয়া হয়েছে৷ আজ সচিবালয়ের প্রেস কনফারেন্স হলে আয়োজিত সাংবাদিক সম্মেলনে গ্রামোন্নয়ন ও প’ায়েত দপ্তরের বিশেষ সচিব সন্দীপ আর রাঠোর এ সংবাদ জানিয়েছেন৷ সাংবাদিক সম্মেলনে বিশেষ সচিব জানিয়েছেন, মুখ্যমন্ত্রী স্বনির্ভর পরিবার যোজনায় ২০২০-২১ থেকে ২০২২-২৩ অর্থবছরে মোট ৬ লক্ষ পরিবারকে বিভিন্ন দপ্তরের মাধ্যমে জীবিকা নির্বাহের জন্য বিভিন্ন ধরনের সহায়তা প্রদান করা হয়েছে৷ এরমধ্যে প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মাধ্যমে ২৮ হাজার ৩৮৪ পরিবারকে পশুপাখি সহ বিভিন্ন সহায়তা, মৎস্য দপ্তরের মাধ্যমে ১ লক্ষ ৪ হাজার ৯৮৯ পরিবারকে মাছের পোনা সহ বিভিন্ন সহায়তা, ক’ষি ও ক’ষক কল্যাণ, উদ্যানপালন ও ভূমি সংরক্ষণ দপ্তরের মাধ্যমে ৩ লক্ষ ৭৪ হাজার ৪০৪ পরিবারকে ক’ষি বিষয়ক বিভিন্ন উপকরন এবং বন দপ্তরের মাধ্যমে ৩ লক্ষ ৮৭ হাজার ৪৫টি পরিবারকে গাছের চারা সহ বিভিন্ন উপকরন প্রদান করা হয়েছে৷
সাংবাদিক সম্মেলনে বিশেষ সচিব জানান, প’ায়েত দপ্তর থেকে মুখ্যমন্ত্রী আদর্শ গ্রাম প্রকল্পে রাজ্যের ৫৫টি গ্রামকে আদর্শ গ্রামে রূপান্তরিত করার পরিকল্পনা নেওয়া হয়েছে৷ এই প্রকল্পে এখন পর্যন্ত ৭ কোটি ৯৯ লক্ষ টাকা ইতিমধ্যেই ব্যয় করা হয়েছে৷ আরজিএসএ প্রকল্পে প’ায়েত দপ্তর ৪৪টি প’ায়েত ভবন এবং ২টি ডিস্ট্রিক্ট প’ায়েত রিসোর্স সেন্টার নির্মাণের উদ্যোগ নিয়েছে৷ তিনি জানান, রাজ্যে প’ায়েত দপ্তরের বিভিন্ন কাজের সাফল্যস্বরূপ কেন্দ্রীয় সরকার থেকে বিভিন্ন পুরস্কার দেওয়া হয়েছে৷ পুরস্কারগুলির মধ্যে রয়েছে দীন দয়াল উপাধ্যায় প’ায়েত স্বশক্তিকরন পুরস্কার, নানাজি দেশমুখ রাষ্ট্রীয় গৌরব গ্রামসভা পুরস্কার, চাইল্ড ফ্রেণ্ডলি গ্রাম প’ায়েত পুরস্কার এবং গ্রাম প’ায়েত ডেভেলপমেন্ট প্ল্যান অ্যাওয়ার্ড৷ এছাড়া প’ায়েত দপ্তর ২০১৮ এবং ২০২২ সালে মোট দুইবার ই-প’ায়েত পুরস্কারও লাভ করেছে৷
সাংবাদিক সম্মেলনে গ্রামোন্নয়ন দপ্তরের সাফল্য তুলে ধরে বিশেষ সচিব জানান, ২০১৮ সাল থেকে এখন পর্যন্ত গ্রামোন্নয়ন দপ্তরের মাধ্যমে মোট ৫,৩৩০টি কর্মসূচি রূপায়িত হয়েছে৷ এরমধ্যে এমজিএন রেগায় ২,৪৬৮টি কর্মসূচি ও অন্যান্য প্রকল্পে ২,৮৬২টি কর্মসূচি রূপায়িত হয়েছে৷ এতে মোট ব্যয় হয়েছে ৬৭০.১৮৬ কোটি টাকা৷ এছাড়াও গ্রামোন্নয়ন দপ্তরের মাধ্যমে বর্তমানে মোট ১,৮৯৯টি কর্মসূচি রূপায়ণের কাজ চলছে৷ তিনি জানান, গ্রামোন্নয়ন দপ্তরের কাজের গতি আনতে এবং তদারকির উদ্দেশ্যে রাজ্যে আরও ২৩টি আরডি সাবডিভিশন অফিস চালু করা হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *