মালবাজার, ২৮ অক্টোবর (হি. স.) : জলপাইগুড়ির ডামডিম থেকে আলগাড়া পর্যন্ত ৭১ কিমি রাস্তার উদ্বোধন হল। শুক্রবার সকালে ভার্চুয়াল পদ্ধতিতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই রাস্তার উদ্বোধন করলেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। ডামডিম মোড়েও আনুষ্ঠানিকভাবে উদ্বোধনী অনুষ্ঠান হয়।
এদিন ডামডিমে উপস্থিত ছিলেন জলপাইগুড়ির সাংসদ ডাঃ জয়ন্ত রায়, নাগরাকাটার বিধায়ক পুনা ভেংরা, বর্ডার রোডস অর্গানাইজেশনের অধীন গ্রেফের ৭৬৪ বিআরটিএফের দন্ডী শঙ্কর রাও, সহকারী বাস্তুকার প্রাঞ্জল খান্ডেলওয়াল সহ অনান্য আধিকারিকেরা।
জানা গিয়েছে এদিন জম্মুর লেহ থেকে দেশের ৭৫টি রাস্তা ও সেতুর উদ্বোধন করেন প্রতিরক্ষা মন্ত্রী। সাংসদ জয়ন্ত রায় বলেন, ‘৩৫০ কোটি টাকা ব্যায়ে তৈরি এই রাস্তাটি উদ্বোধন হওয়াতে দেশের নিরাপত্তা ব্যবস্থা আরও মজবুত হল। ৬ বছরে রাস্তাটির কাজ সম্পন্ন হয়েছে। এই রাস্তাটি হওয়ায় পর্যটন শিল্পেরও ব্যাপক প্রসার ঘটবে।