আগরতলা, ২৮ অক্টোবর : একত্রে নিয়োগের দাবিতে ফের অথর্মন্ত্রীর দারস্থ হলেন এসটিজিটি চাকুরি প্রত্যাশীরা। অর্থমন্ত্রীকে তাঁরা চাকুরীতে নিয়োগের বিষয়ে দেওয়া আশ্বাস মনে করিয়ে প্রতিকার চেয়েছেন।
প্রসঙ্গগত, গত শনিবার এসটিজিটি উত্তীর্ণ চাকুরী প্রত্যাশীরা শিক্ষামন্ত্রীর সাথে সৌজন্যমূলক সাক্ষাৎকারে মিলিত হয়েছিলেন। শিক্ষামন্ত্রী আশ্বাস দিয়েছিলেন, বুধবার অর্থমন্ত্রীর কাছে তাদের নিয়োগ সংক্রান্ত ফাইল পাঠানো হবে। ফলে তাঁরা চাকুরীর খবর পাওয়ার আশায় অপেক্ষায় ছিলেন। কিন্ত, শিক্ষা দফতরের তরফে তেমন কোন পদক্ষেপ দেখতে না পেয়ে আজ শুক্রবার তাঁরা ফের অর্থমন্ত্রীর দ্বারস্ত হয়েছেন।
এ-বিষয়ে সাংবাদিক সম্মেলনে তাঁরা জানান, অর্থমন্ত্রী বলেছেন পুজোর বন্ধের কারনে তাদের ফাইল এখনোও অর্থ দফতরে আসেনি। তবে, কিছু দিনের মধ্যেই এসটিজিটি শিক্ষক নিয়োগ সংক্রান্ত ফাইল অর্থ দফতরে আসবে বলে তিনি আশা দিয়েছেন। সাথে তিনি যোগ করেন, মুখ্যমন্ত্রী বর্তমানে ত্রিপুরার বাইরে রয়েছেন। আগামী ২৯ অক্টোবর মুখ্যমন্ত্রী রাজ্যে আসলেই এসটিজিটি শিক্ষক নিয়োগ সংক্রান্ত বিষয়ে আলোচনা হবে এবং মন্ত্রিসভার অনুমোদনের জন্য নেওয়া হবে।
চাকুরী প্রত্যাশীদের বক্তব্য, আগামী ৫-৬ নভেম্বর পর্যন্ত তাঁদের অপেক্ষা করার জন্য অর্থমন্ত্রী অনুরোধ করেছেন। তবে, তাঁদের সকলকে একত্রে নিয়োগ করা হবে, সে-বিষয়ে তাঁরা নিশ্চিত হতে পারছেন না।