ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৮ অক্টোবর।। উদ্বোধনী দিনে আজ দুটি ম্যাচ। দুপুর ১টায় ত্রিপুরা পুলিস খেলবে ত্রিপুরা স্পোর্টস স্কুলের বিরুদ্ধে এবং বিকেল ৩ টায় কল্যাণ সমিতি খেলবে মৌচাক ক্লাবের বিরুদ্ধে। নরসিংগড় পঞ্চায়েত মাঠে হবে ম্যাচটি। রাজ্য ফুটবল সংস্থা আয়োজিত দ্বিতীয় ডিভিশন লিগ ফুটবলে। প্রথা ভেঙ্গে এবার নতুন করে সূচী তৈরী করা হলো। প্রথা অনুযায়ি শেষ বারের তৃতীয় ডিভিশন থেকে দ্বিতীয় ডিভিশনে ওঠা দল উদ্বোধনী ম্যাচে খেলবে। সেই অনুযায়ি ত্রিবেণী সঙ্ঘের উদ্বোধনী ম্যাচে খেলার কথা ছিলো। জানা গেছে, লটারির মাধ্যমে ঘোষিত হয় ক্রীড়াসূচী। যা আগামীদিনেও বজায় থাকবে। এদিকে উদ্বোধনী ম্যাচে জয় পেতে ৪ দলই জোড় প্রস্তুতি নিয়ে নিয়েছে। আজ উদ্বোধনী ম্যাচ জমজমাট হওয়ার কথা। লড়াই হবে অভিজ্ঞতা বনাম তারুণ্যের। পুলিসের অভিজ্ঞতা সম্পন্ন ফুটবলাররা তারুণ্যের গতির সামনে কতটা লড়াই ছুড়ে দিতে পারবে তার উপরই সাফল্য নির্ভর করবে। উদয়পুর, চন্দ্রপুর-এর অ্যাস্ট্রোটার্ফ, উমাকান্ত মিনি স্টেডিয়ামের মাঠ উদ্বোধন – সবকিছু ছাপিয়ে ত্রিপুরা ফুটবল এসোসিয়েশনের দ্বিতীয়- ডিভিশন লিগ ফুটবলের কিছু ম্যাচ এবার হতে যাচ্ছে নরসিংগড়ের পঞ্চায়েত মাঠে। ২৯ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত আপাতত ছয় দিনের জন্য ১১টি ম্যাচের ক্রীড়া সূচি ঘোষণা করেছে ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের লীগ কমিটি। এবারকার দ্বিতীয় ডিভিশন লিগ ফুটবলে অংশগ্রহণকারী দলের সংখ্যা নয়টি: পুলিশ রিক্রিয়েশন ক্লাব, ত্রিপুরা স্পোর্টস স্কুল, কল্যাণ সমিতি, মৌচাক ক্লাব, কেশব সংঘ, নাইন বুলেটস ক্লাব, ত্রিবেণী সংঘ, সবুজ সংঘ ও নবোদয় সংঘ। এদিকে ৩০ অক্টোবর বেলা একটায় কেশব সংঘ বনাম নাইন বুলেটস, বিকেল তিনটায় ত্রিবেণী সংঘ বনাম সবুজ সংঘ। ৩১ অক্টোবর বেলা ১টায় পুলিশ রিক্রিয়েশন ক্লাব বনাম নবোদয় সংঘ। বিকেল তিনটায় মৌচাক ক্লাব বনাম ত্রিপুরা স্পোর্টস স্কুল। ১ নভেম্বর বেলা একটায় কেশব সংঘ বনাম সবুজ সংঘ, বিকেল তিনটায় নাইন বুলেটস বনাম ত্রিবেণী সংঘ। ২ নভেম্বর বেলা একটায় নবোদয় সংঘ বনাম কল্যাণ সমিতি। বিকেল তিনটায় মৌচাক ক্লাব বনাম পুলিশি রিক্রিয়েশন ক্লাব। ৩ নভেম্বর বেলা ৩ টায় নাইন বুলেটস বনাম ত্রিপুরা স্পোর্টস স্কুল।
2022-10-28