গুয়াহাটি, ২৮ অক্টোবর (হি.স.) : গুয়াহাটিতে আগ্নেয়াস্ত্ৰ সহ এক যুবককে গ্ৰেফতার করেছে পুলিশ। চাঁদমারি পুলিশ ভাস্করনগরের রাজপথে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র সহ যুবককে গ্ৰেফতার করেছে।
গুয়াহাটিতে ফলস সিলিঙের মিস্ত্ৰি হিসেবে কাজ করত মফিজুল ইসলাম নামের যুবক। মফিজুলের হেফাজত থেকে পুলিশ একটি পিস্তল বাজেয়াপ্ত করেছে। ধৃত মফিজুলকে পুলিশ থানায় নিয়ে জেরা করছে। তবে কী কারণে সে তার সঙ্গে পিস্তল রেখেছিল তা পুলিশের জেরায় এ খবর লেখা পর্যন্ত জানায়নি ইসলাম। পুলিশের সন্দেহ ডাকাতির উদ্দেশ্যে সে তার সঙ্গে পিস্তলটি রেখেছিল।