কেন্দ্রীয় সরকারের তরফে পুরস্কৃত কৈলাসহর পুর পরিষদ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ অক্টোবর৷৷ উল্লেখযোগ্য সাফল্যের জন্য ভারত সরকারের ও নগর বিষয়ক মন্ত্রণালয় কৈলাসহর পুর পরিষদকে বেস্ট পারফর্মিং মিউনিসিপাল কাউন্সিল এর প্রথম স্থান অধিকারী এবং বেস্ট সিএলটিসি অ্যাওয়ার্ডের জন্য বিজয়ী ঘোষণা করে৷ উত্তর-পূর্ব ভারতের একটি ছোট পাহাড়ি রাজ্য ত্রিপুরার আটটি জেলার মধ্যে অন্যতম ঊনকোটি জেলার প্রধান কার্যালয় হচ্ছে কৈলাসহর৷ এটি একটি সাংস্কৃতিক শহর হিসাবে খেত ২০১৩ সালের ৬ ডিসেম্বর কৈলাসহর নগর পঞ্চায়েত থেকে কৈলাশহর পুর পরিষদ হিসাবে উন্নতি হয়৷ ২০২২ সাল অব্দি প্রধানমন্ত্রী আবাস যোজনা শহরাঞ্চল প্রকল্পে মোট ৪৩১৬ জন সুবিধাবীদের মধ্যে গৃহ নির্মাণ শুরু হয়েছে ৪০৯৬ জন সুবিধাভুগির এবং ৩৫১৫ জন সুবিধাভুগির গৃহনির্মাণ সম্পন্ন হয়েছে৷ এই উল্লেখযোগ্য সাফল্যের জন্য ভারত সরকারের ও নগর বিষয়ক মন্ত্রণালয় কৈলাশহর পুরো পরিষদকে বেস্ট পারফর্মিং মিউনিসিপাল কাউন্সিল এর প্রথম স্থান অধিকারী এবং বেস্ট সিএলটিসি অ্যাওয়ার্ডের জন্য বিজয়ী ঘোষণা করে এবং ইন্ডিয়া আর্বান হাউসিং কর্ন ক্লাব অনুষ্ঠানের মাধ্যমে গুজরাটের রাজকোট শহরে গত ১৯ থেকে ২১ শে অক্টোবর ২০২২ পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়৷ এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ পেয়ে কৈলাসহ পুরো পরিষদের  চেয়ারপার্সন  এবং মুখ্য কার্যনিমাহী আধিকারিক  গত ১৮ অক্টোবর গুজরাটের রাজকোট শহরে যায়৷ ইন্ডিয়ান আরবান হাউসিং গত ১৯ অক্টোবর কেন্দ্রীয় গৃহায়ন এবং নগর বিষয়ক মন্ত্রী হার্দিপ সিং পুরির হাত থেকে বেস্ট পারফর্মিং মিউনিসিপাল কাউন্সিলের প্রথম স্থান অধিকারী এবং বেস্ট সিএলটিসি অ্যাওয়ার্ড এর পুরস্কার দেওয়া হয়৷ উক্ত বিষয় নিয়ে সন্ধ্যা সাত ঘটিকার সময় কৈলাসহর পুরো পরিষদে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়৷ উপস্থিত ছিলেন পুরো পরিষদের চেয়ারপারসন চপলা রানী দেব রায়, মহাকুমা শাসক প্রদীপ সরকার সহ মহকুমা শাসক কার্যালয়ের ডিসিএমরা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *