প্রথমবর্ষ ইন্ডোর রাজ্য জুনিয়র কাবাডি প্রতিযোগিতা শুরু শনিবার

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৮ অক্টোবর।। দুদিনব্যাপী রাজ্য জুনিয়র কাবাডি প্রতিযোগিতা শুরু আজ। এবারই প্রথম অনুষ্ঠিত হতে চলেছে ইন্ডোর কাবাডি প্রতিযোগিতা। এন এস আর সি সি-‌র কাবাডি হলঘরে হবে আসর। আজ বিকেল ৫ টায় হবে আসরের উদ্বোধন । উদ্বোধন করবেন ক্রীড়ামন্ত্রী সুশান্ত চৌধুরি। এছাড়া উপস্থিত থাকবেন পশ্চিম জেলার সভাধিপতি অন্তরা সরকার, মেয়র দীপক মজুমদার, ক্রীড়াপর্ষদের সচিব অমিত রক্ষিত, ডুকলি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান অজয় কুমার দাস, পদ্মশ্রী দীপা কর্মকার, পুরপরিষদের কর্পোরেটর রত্না রায় এবং সমাজেসেবী সঞ্জয় সাহা। উদ্বোধনের আগেই শুরু হয়ে যাবে প্রথম রাউন্ডের খেলা। জানা গেছে, ৮ জেলার প্রায় দুশতাধিক খেলোয়াড় আসরে অংশ নেবে। রবিবার বিকেলে হবে আসরের সমাপ্তি অনুষ্ঠান। উদ্যোক্তা কমিটির সচিব তনয় দাস প্রথমবর্ষ ওই আসরকে সুষ্ঠভাবে সম্পন্ন করার জন্য সকল অংশের ক্রীড়ামোদীদের কাছে অনুরোধ করেছেন। পাশাপাশি রাজ্যের বর্তমান এবং প্রাক্তন কাবাডি খেলোয়াড়দের উপস্থিত থাকার জন্যও অনুরোধ করেছেন।‌