মুম্বই, ২৮ অক্টোবর (হি. স.) : স্ত্রীকে লাঞ্ছিত করার অভিযোগে বৃহস্পতিবার রাতে চলচ্চিত্র নির্মাতা কমল কিশোর মিশ্রকে গ্রেফতার করেছে আম্বোলি পুলিশ। শুক্রবার তাকে আদালতে হাজির করবে পুলিশ। বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হিন্দি ছবি ‘দেহাটি ডিস্কো’-এর প্রযোজক কমল মিশ্র।
বলিউডের প্রযোজক কমল কিশোর মিশ্র-র উপরে গুরুতর অভিযোগ এনেছে তাঁর স্ত্রী। ওই মহিলা জানিয়েছিলেন স্বামীকে অন্য মেয়ের সঙ্গে ধরে ফেলার পর তাঁর উপর দিয়ে গাড়ি চালিয়ে দিতে চেয়েছিলেন তাঁর স্বামী। বৃহস্পতিবার রাতে তাঁকে গ্রেফতার করা হয় মুম্বই থেকে। তার উপর খুনের চেষ্টার অভিযোগ আনা হয়েছে। সিসিটিভি ক্যামেরাতেও ধরা পড়েছে যে কমল স্ত্রীর গায়ের উপর গাড়ি উঠিয়ে দেওয়ার চেষ্টা করছেন।
আম্বোলি থানার এক অফিসার জানিয়েছেন, ‘ওই মহিলাই অভিযোগ জানিয়েছিলেন ইচ্ছাকৃতভাবে তাঁকে গাড়ির তলায় পিষে ফেলার চেষ্টা চালানো হয়েছিল ওই জায়গা থেকে পালিয়ে আসার জন্য।’ সঙ্গে আরও জানানয়, ‘গতকাল (বৃহস্পতিবার) অনেক রাতে তাঁকে গ্রফতার করা হয় খুনের চেষ্টার অভিযোগে, আটক করার বেশকিছু ঘণ্টা পর।’ ৩৫ বছরের জেসমিন বরকে গাড়িতে অন্তরঙ্গ অবস্থায় দেখেছিলেন এক মডেলের সঙ্গে। এরপরই সেই জায়গা থেকে পালাতে কিশোর চেষ্টা করেন তাঁকে গাড়ি চাপা দিতে। গোটা ঘটনায় পায়ে চোটও পান তিনি।