নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ অক্টোবর৷৷ শিক্ষা দপ্তরের গ্র্যাজুয়েট টিচার হিসাবে অফার প্রাপকদের স্ক্রুটিনি প্রক্রিয়া অনুষ্ঠিত হয় শুক্রবার রবীন্দ্রভবনে৷ টি আর বি টি-র মাধ্যমে বিজ্ঞপ্তি দিয়ে আগেই জানানো হয়েছিল পেপার ওয়ানের স্ক্রুটিনি হবে ২৬ অক্টোবর৷ আর ২৮ এবং ২৯ অক্টোবর হবে পেপার টু-র স্ক্রুটিনির কাজ৷ কিন্তু গত ২৬ অক্টোবরের স্ক্রুটিনির পর্ব বাতিল করা হয় ঘূর্ণিঝড়ের কারনে৷ তা পুনঃ নির্ধারণ করে করা হয় আগামী ১ নভেম্বর৷ এদিন শুরু হয়েছে জি টি-র স্ক্রুটিনির পর্ব৷ মোট অফার প্রাপকের সংখ্যা ১২০০৷ সবার স্ক্রুটিনি সম্পন্ন করা হবে বলে জানান টি আর বি টি-র চেয়ারম্যান প্রত্যুষ রঞ্জন দেব৷ এদিন রাজ্যের বিভিন্ন প্রাপ্ত থেকে অফার প্রাপকেরা এই স্ক্রুটিনি পর্বে অংশ নেয়৷
2022-10-28