উত্তর ত্রিপুরা জেলার উন্নয়নমূলক কাজের অগ্রগতি নিয়ে পর্যালোচনা সভায় উপমুখ্যমন্ত্রী

ধর্মনগর, ২৮ অক্টোবর : উত্তর ত্রিপুরা জেলার বিভিন্ন উন্নয়নমূলক কাজের অগ্রগতি নিয়ে আজ এক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। পর্যালোচনা সভায় সভাপতিত্ব করেন উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা। উত্তর ত্রিপুরা জেলার জেলাশাসক কার্যালয়ের কনফারেন্স হলে অনুষ্ঠিত এই সভায় জেলায় রূপায়িত হচ্ছে এমন বিভিন্ন প্রকল্পের অগ্রগতি নিয়ে পর্যালোচনা করেন উপমুখ্যমন্ত্রী। সভায় তিনি উন্নয়নমূলক কাজের গতিকে আরও ত্বরান্বিত করার উপর গুরুত্বারোপ করেন।

পর্যালোচনা সভায় উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা বলেন, জনকল্যাণে স্বাস্থ্য, শিক্ষা, পানীয়জল, সড়ক যোগাযোগ, বিদ্যুৎ, কৃষি ও কৃষি সংশ্লিষ্ট ক্ষেত্রগুলিকে অগ্রাধিকার দেওয়া প্রয়োজন। এসমস্ত ক্ষেত্রের প্রকল্পগুলি যথাযথভাবে রূপায়ণ করতে হবে যাতে বেশি সংখ্যায় মানুষ উপকৃত হতে পারে। সভায় জেলার জেলাশাসক ও সমাহর্তা নাগেশ কুমার বি জেলার বিভিন্ন উন্নয়নমূলক কাজের অগ্রগতির চিত্র তুলে ধরেন। জেলাশাসক জানান, এমজিএন রেগায় চলতি অর্থবছরের ২৭ অক্টোবর পর্যন্ত জেলায় ২২ লক্ষ ৬৯ হাজার ৯৮৮ শ্রমদিবস সৃষ্টি করা হয়েছে। এছাড়াও জেলায় এ পর্যন্ত ১১০টি পেভার ব্লক রাস্তার নির্মাণ কার্য সম্পন্ন হয়েছে।

জেলাশাসক আরও জানান, চলতি অর্থবছরে জেলার ৮টি ব্লকে ৬৩৯ হেক্টর এলাকায় বনায়ন করা হয়েছে। আগর, রাবার ও এগ্রোফরেস্ট্রিতে এই বনায়ন করা হয়েছে। সভায় জেলাশাসক আরও জানান, প্রধানমন্ত্রী আবাস যোজনা-গ্রামীণ প্রকল্পে জেলায় ১৩ হাজার ২৪৯টি পাকাঘর সুবিধাভোগীদের নির্মাণ করে দেওয়া হয়েছে। এছাড়াও নতুনভাবে জেলায় পিএমএওয়াই (গ্রামীণ) এ আরও ৩ হাজার ৩৬৩টি পাকাঘর নির্মাণের অনুমোদন মিলেছে। এদিনের সভায় ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশন, সড়ক যোগাযোগ, কৃষি ইত্যাদি বিভিন্ন দপ্তরের উন্নয়নমূলক কাজের অগ্রগতি সম্পর্কে পর্যালোচনা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *