হাইলাকান্দির জামিরায় প্রায় দেড় লক্ষ টাকার বার্মিজ সুপারি বাজেয়াপ্ত, আটক এক

হাইলাকান্দি (অসম), ২৮ অক্টোবর (হি.স.) : হাইলাকান্দি জেলার কাটলিছড়া বিধানসভা এলাকার মিজোরাম সীমান্তবর্তী জামিরায় প্রায় দেড় লক্ষ টাকার বার্মিজ সুপারি বাজেয়াপ্ত করেছে পুলিশ।

জামিরা থানার ওসি জানান, আজ শুক্রবার সকালে আন্তঃরাজ্য চেকপয়েন্টে মিজোরাম থেকে আগত এনএল ০১ এসি ১৯৩০ নম্বরের ট্রাক থেকে ৩৮ বস্তা বার্মিজ সুপারি তাঁরা উদ্ধার করেছেন। সুপারিগুলির বৈধ কোনও নথিপত্র দেখাতে না পারায় আটক করা হয়েছে ট্রাকের চালক তহিদুর শেখকে। সুপারিগুলির মালিক এবং কোথায় নিয়ে যাওয়ার উদ্দেশ্য ছিল ইত্যাদি নানা প্রশ্নের সদুত্তর জানতে ধৃতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ওসি জানান, বাজেয়াপ্তকৃত বার্মিজ সুপারিগুলির বাজারমূল্য কমপক্ষে দেড় লক্ষ টাকা হবে।

প্রসঙ্গত, এর আগে গত ২৫ অক্টোবর কারবি আংলং জেলার খটখাটি পুলিশ আরজে ১৯ জিসি ৩৩০১ নম্বরের একটি ট্রাকে তালাশি চালিয়ে ৩০০ বস্তা বার্মিজ লঙ্কা উদ্ধার করেছিল। বার্মিজ লঙ্কাগুলি মায়মার থেকে নাগাল্যান্ড হয়ে আসছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *