২৬/১১ কখনই ভুলে যাওয়া সম্ভব নয়, নিহতদের শ্রদ্ধা জানিয়ে বললেন এস জয়শঙ্কর

মুম্বই, ২৮ অক্টোবর (হি.স.): মুম্বইয়ে ২৬/১১ সন্ত্রাসী হামলা কখনও ভুলে যাওয়া সম্ভব নয়। শুক্রবার মুম্বইয়ের তাজ মহল প্যালেস হোটেলে নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে বললেন বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর। বিদেশমন্ত্রী এদিন বলেছেন, সন্ত্রাসবাদীদের কোনও রকম ছাড় দেওয়া যাবে না, একসঙ্গে আমাদের এই বার্তাই দেওয়া উচিত।

বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর আরও বলেছেন, আমরা ২৬/১১ হামলার মূল চক্রান্তকারী ও অপরাধীদের বিচারের আওতায় আনার চেষ্টা করেছি। এই কাজ অসমাপ্ত থেকে গিয়েছে। রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের কাউন্টার-টেররিজম কমিটির এক্ষেত্রে একত্রিত হওয়া বিশেষ তাৎপর্যপূর্ণ। প্রসঙ্গত, আন্তর্জাতিক কমিউনিটির সদস্যরা এদিন হোটেল তাজমহল প্যালেসে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের কাউন্টার-টেরোরিজম কমিটির বিশেষ সভার জন্য মিলিত হয়েছিলেন।
এস জয়শঙ্কর আরও বলেছেন, সন্ত্রাসবাদ আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য, বিশেষ করে সমগ্র মানবতার জন্য একটি বড় ঝুঁকি। সন্ত্রাসবাদ বিশ্বের বিভিন্ন অঞ্চলকে জর্জরিত করতে পারে। কিন্তু, আমরা ভারতে অন্যদের তুলনায় এর গুরুত্ব বেশি বুঝি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *