নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ অক্টোবর৷৷ গত ১৯ শে অক্টোবর কুমারঘাট হাসপাতাল সংলগ্ণ এলাকায় নাবালিকা গণধর্ষণ এবং ২৫ অক্টোবর কল্যাণপুর থানা এলাকায় অপর এক নাবালিকা গণধর্ষণের ঘটনার সাথে জড়িত অভিযুক্তদের অতিদ্রুত গ্রেপ্তার করে শাস্তি প্রদানের জন্য তেলিয়ামুড়া থানায় ডেপুটেশন প্রদান করে এস এফ আই তেলিয়ামুড়া মহকুমা কমিটি৷ বৃহস্পতিবার মহকুমা কমিটির এক প্রতিনিধি দল তেলিয়ামুড়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক সুব্রত চক্রবর্তীর নিকট ডেপুটেশনে মিলিত হয়৷ ডেপুটেশন শেষে এস এফ আই কমিটির সদস্যরা জানায় বর্তমান সরকার ইচ্ছাকৃত ভাবে প্রকৃত দোষীদের আড়াল করার জন্যই তদন্ত কাজে বিলম্ব করছে৷ তারা অতিদ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান৷
2022-10-27