নয়াদিল্লি, ২৭ অক্টোবর (হি.স.): পদাতিক বাহিনীর ৭৬ তম প্রতিষ্ঠা দিবসে বাহিনীকে কুর্নিশ জানালেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। বৃহস্পতিবার এক টুইট বার্তায় প্রতিরক্ষা মন্ত্রী জানিয়েছেন, অত্যন্ত সাহসিকতা ও পেশাদারিত্বের সঙ্গে যুক্ত ভারতের পদাতিক বাহিনী। টুইট করে এদিন পদাতিক বাহিনীকে শুভেচ্ছাও জানিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং।
টুইট বার্তায় প্রতিরক্ষা মন্ত্রী জানিয়েছেন, ৭৬ তম পদাতিক দিবসে আমাদের সাহসী পদাতিক জওয়ান এবং তাঁদের পরিবারকে শুভেচ্ছা। ভারতীয় পদাতিক বাহিনী অত্যন্ত সাহসিকতা ও পেশাদারিত্বের সাথে যুক্ত। তাঁদের বীরত্ব, ত্যাগ ও সেবাকে দেশ কুর্নিশ জানায়। পদাতিক দিবস উপলক্ষ্যে এদিন সকালে নতুন দিল্লির জাতীয় যুদ্ধ স্মৃতিসৌধে ভারতীয় সেনাবাহিনীর বাইক র্যালির সূচনা করেছেন চিফ অফ ডিফেন্স স্টাফ অনিল চৌহান।