ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৭ অক্টোবর।। রেফারির সিদ্ধান্ত নিয়ে বিতর্ক। শেষ পর্যন্ত হলো না ম্যাচ। এখন বল উদ্যোক্তাদের কোটে। উদ্যোক্তারা কী সিদ্ধান্ত নেন তা-ই দেখার অপেক্ষায় ফুটবল প্রেমীরা। নিয়মানুযায়ি ম্যাচ থেকে পুরো পয়েন্ট পাওয়ার কথা মনুঘাট বি এম এস দলের। সাব্রুমের ৪০ মন্ডল যুব মোর্চার উদ্যোগে পন্ডিত দীনদয়াল স্মৃতি প্রাইজমানি নকআউট ফুটবল প্রতিযোগিতায়। বৃহস্পতিবার প্রথম সেমিফাইনালে মুখোমুখি হয়েছিলো মনুঘাট বি এম এস খেলবে লোডিং স্পোর্টস ক্লাব। খেলা চলছিল ভালো ভাবেই। বল দখলের লড়াই চলছিলো জোড় কদমে। প্রথমার্ধ গোলশূণ্য থাকার পর দ্বিতীয়ার্ধে দুদলই আক্রমনের গতি বাড়িয়েছিলো। দ্বিতায়ার্ধের ১০ মিনিটে কর্ণার পায় মনুঘাট বি এম এস। কর্ণার করা বল জটলার মধ্যে বি এম এস দলের জনৈক ফুটবলারের মাথা লেগে গোল লাইন অতিক্রম করে। রেফারি সত্যজিৎ কর্মকার গোলের সিদ্ধান্ত দেন। কিন্তু তা মানতে নারাজ লোডিং স্পোর্টিং দলের ফুটবলাররা। রেফারির সিদ্ধান্তের প্রতিবাদ করে লোডিং স্পোর্টিং দলের ফুটবলাররা মাঠ ছেড়ে দেয়। রেফারিরা দীর্ঘসময় মাঠে অপেক্ষা করে লোডিং স্পোর্টিং দলের ফুটবলারদের জন্য। কিন্তু মাঠে নামতে নারাজ লোডিং স্পোর্টিং দলের ফুটবলাররা। শেষ পর্যন্ত নির্দিষ্ট সময় অপেক্ষা করে রেফারিরা মাঠে ছাড়েন। লোডিং স্পোর্টস দলের পক্ষে রি ম্যাচের আবেদন করা হয়। এখন উদ্যোক্তাদের উপর সবকিছু নির্ভর করবে। আজ দ্বিতীয় সেমিফাইনালে ব্লাড মাউথ ক্লাব খেলবে কালা ঢেপার বিরুদ্ধে। প্রসঙ্গত: আসরের চ্যাম্পিয়ন এবং রানার্স দল সুদৃশ্য ট্রফি সহ প্রাইজমানি বাবদ যথাক্রমে পাবে ২৫ এবং ১৫ হাজার টাকা। এছাড়া থাকবে আকর্ষনীয় পুরস্কার।
2022-10-27

