কিল্লায় ‌মহিলা ফুটবলের প্রথম সেমিফাইনাল শনিবার

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৭ অক্টোবর।। কিল্লায় মহিলা ফুটবল টুর্নামেন্ট এখন অন্তিম পর্যায়ে। সেমিফাইনাল ম্যাচের ক্রীড়া সূচি তৈরি। প্রথম সেমিফাইনাল ম্যাউ শনিবার। তাতে মুখোমুখি হবে রাইয়ো কামি এবং তুলসীরাম পাড়া। মহিলা ফুটবল প্রতিযোগিতায়। কিল্লার জয়ৈং কামি মাঠে হবে ম্যাচটি। ৩০ অক্টোবর দ্বিতীয় সেমিফাইনালে জয়ৈং কামি খেলবে কামি কৌতল দলের বিরুদ্ধে। ফাইনালের টিকিট পেতে ৪ দলই জোড় প্রস্তুতি শুরু করে দিয়েছে বলে জানা গেছে। ত্রিপুরার হয়ে খেলা বেশ কয়েকজন ফুটবলার রয়েছে ৪ দলেই। জানা গেছে, ৪ দলই সেমিফাইনালে শক্তি বাড়াতে চলেছে। প্রসঙ্গত:‌ প্রতিভাবান মহিলা ফুটবলার বের করে আনার লক্ষ্যেই ওই আসরের উদ্যোগ।