৩-দিনের বিরতির পর ফের শুরু ভারত জোড়ো যাত্রা, ৫০-তম দিনে পড়ল এই যাত্রা

নারায়ণপেট, ২৭ অক্টোবর (হি.স.): মাঝে ৩-দিনের বিরতির পর কংগ্রেস নেতা রাহুল গান্ধীর নেতৃত্বে ফের শুরু হয়েছে ভারত জোড়ো যাত্রা। দেশকে একসূত্রে বাঁধার জন্য রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা শুরু হয়েছিল গত ৭ সেপ্টেম্বর, দেখতে দেখতে ২৭ অক্টোবর চলে এসেছে। উৎসাহ ও উদ্দীপনা একটুও কমেনি কংগ্রেস নেতা-কর্মীদের, বরং উদ্দীপনা আরও বেড়েছে।

বৃহস্পতিবার ছিল ভারত জোড়ো যাত্রার আরও একটি দিন। এদিন সকালে তেলেঙ্গানার নারায়ণপেট জেলার মাখতাল থেকে রাহুল গান্ধীর নেতৃত্বে ‘ভারত জোড়ো যাত্রা’ আবারও শুরু হয়। দীপাবলির জন্য ৩ দিনের বিরতি এবং মল্লিকার্জুন খাড়গে কংগ্রেসের সভাপতি হিসাবে দায়িত্ব নেওয়ার পর বৃহস্পতিবার সকালে ফের শুরু হয়েছে ভারত জোড়ো যাত্রা। কংগ্রেস নেতা-কর্মীরা রাহুল গান্ধীর নেতৃত্বে এদিনও পদযাত্রায় পা মেলান। সাধারণ মানুষের মধ্যেও বিশেষ উৎসাহ ও উন্মাদনা চোখে পড়েছে। দেখতে দেখতে ৫০-তম দিনে পড়ল এই যাত্রা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *