রুদ্রপ্রয়াগ, ২৭ অক্টোবর (হি.স.): শীতের মরশুমের জন্য কপাট বন্ধ হয়ে গেল কেদারনাথ মন্দিরের। বৃহস্পতিবার সকাল ৮.২০ মিনিট নাগাদ পুণ্যসময়ে কেদারনাথ মন্দিরের কপাট পুণ্যার্থীদের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। এদিন সকালে কেদারনাথ মন্দির বন্ধ হওয়ার সময় বিপুল সংখ্যক পুণ্যার্থীদের উপস্থিতিতে গমগম করছিল কেদারনাথ মন্দির চত্বর।
চলতি বছরের ৬ মে পুণ্যার্থীদের জন্য উন্মুক্ত হয়েছিল কেদারনাথ মন্দিরের কপাট। পুন্যলগ্ন সকাল ৬.২৫ মিনিট, ওই সময়ই খুলে দেওয়া হয়েছিল কেদারনাথ মন্দিরের কপাট। শীতের মরশুমের জন্য বৃহস্পতিবার থেকে কপাট বন্ধ হয়ে গেল কেদারনাথ মন্দিরের। গঙ্গোত্রী ধাম ইতিমধ্যেই বন্ধ হয়ে গিয়েছে, এদিন বন্ধ হয়েছে যমুনোত্রী ধামও।