বিরাশিমাইলে দূর্ঘটনায় গুরুতর আহত দুই অটোযাত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ অক্টোবর৷৷ জাতীয় সড়কে যাত্রীবাহী অটো ও লরির মুখোমুখি সংঘর্ষে গুরতর আহত দুই৷  ঘটনা লংতরাইভ্যালী মহকুমার মনু থানার অন্তর্গত বিরাশি মাইল এলাকায়৷ আহতরা হল শেলি ত্রিপুরা (২৬), বাড়ি কাঞ্চনছড়া এবং প্রদীপ নমঃ(৩২), বাড়ি বিরাশিমাইল৷ আশংকাজনক অবস্থায় তাদের জিবিপি হাসপাতালে রেফার করা হয়েছে৷
বিস্তারিত খবরে জানা যায় মঙ্গলবার টিআর০৪ এ ২১৬৮ নম্বরের একটি অটোরিকশা মাছলি বাজার থেকে দুজন যাত্রী নিয়ে বিরাশি মাইলের উদ্দেশ্যে যাচ্ছিল৷ বেলা আনুমানিক ১০. ৪৫ মিঃ নাগাদ বিরাশি মাইলের কাছাকাছি পৌছা মাত্র উল্টো দিক থেকে আসা একটি ১২ চাকার লড়ি সজোরে ধাক্কা দেয় ঐ অটো রিক্সাকে৷ তাতে অটো রিক্সা চালকের তেমন কিছু না হলেও গুরুতর আহত হয় দুজন যাত্রী শেলী ত্রিপুরা ও প্রদীপ নমঃ৷ শেলী ত্রিপুরার নাক কেটেছে, বুকের পাঁজর ও হাত ভেঙেছে  এবং প্রদীপের পা ভেঙে গেছে বলে খবর৷  দুর্ঘটনার পর লরিটি পালিয়ে যেতে সক্ষম হয়৷
এদিকে আহতদেরকে প্রথমে ৮২ মাইল হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখান থেকে শেলী ত্রিপুরাকে ধলাই জেলা হাসপাতালে রেফার করা হয়৷  পরে ধলাই জেলা হাসপাতালের চিকিৎসক তার অবস্থার অবনতি লক্ষ্য করে  জিবিপি হাসপাতালে স্থানান্তর করেন৷ অন্যদিকে প্রদীপ নমঃ কে ৮২ মাইল হাসপাতাল থেকে জিবিপি হাসপাতালে স্থানান্তর করা হয়৷ বর্তমানে দুজনেই জিবিপি হাসপাতালে চিকিৎসাধীন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *