নতুননগরে গুলি কান্ডে গ্রেপ্তার দুই, তদন্তে বেরিয়ে আসল নিগোসিয়েশন বাণিজ্য

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ অক্টোবর৷৷  মঙ্গলবার সন্ধ্যা রাতে ভিআইপি রোডের গুলি কান্ডের জেরে চাঞ্চল্য ছড়ায়৷ দুজন অভিযুক্তকে গ্রেপ্তার করে৷ একই সঙ্গে আটক করা হয় এই ঘটনায় ব্যবহৃত দুটি গাড়ি৷ সূত্রের খবর নিগোসিয়েশন বানিজ্যের জেরেই এই গুলি কান্ড৷ নতুন নগর বাজার সংলগ্ণ একটি ধাবায় ফাস্ট ফুড খেতে আসেন ৬ জন যুবক৷ তারা যথারীতি ধাবা থেকে রোল অর্ডার করে৷ এরপর দোকান থেকে রোল খেয়ে টাকা মিটিয়ে দিয়ে দোকান থেকে কিছুটা দূরে যায় বাইকে ওঠার জন্য৷ সেই সময় আচমকা গুলি চলার শব্দ পান ধাবার মালিক সহ স্থানীয়রা৷ সকলে ছুটে আসেন৷ কিন্তু এরই মধ্যে গা ঢাকা দেয় গুলি কান্ডের অভিযুক্তরা৷ চার থেকে ৫ রাউন্ড গুলি চলে এদিন সন্ধ্যা রাতে৷ রাত প্রায় ৮ টা ৩০ মিনিটে এই গুলি চালানোর ঘটনা ঘটে বলে জানান দোকান মালিক বলরাম সাহা৷ তিনি আরও জানান এই চালানোর ঘটনায় যে দুজন গুলি বিদ্ধ হন তারা স্থানীয়৷ তবে তাদেরকে লক্ষ্য করে অন্যকেউ গুলি চালায় বলে অভিযোগ৷ দোকান মালিক জানান এই ঘটনার পর পুলিশে খবর দেওয়া হয়৷ কিন্তু গুলি বিদ্ধ দুজনকে সঙ্গে থাকা অন্যরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় বলে জানান তিনি৷ খবর পেয়ে ছুটে আসে রামনগর ফাঁড়ির পুলিশ৷ ঘটনাস্থলে যায় সদর এস ডি পি ও অজয় কুমার দাস৷ একই সঙ্গে ঘটনা স্থলে আসে পশ্চিম জেলার পুলিশ আধিকারিক শঙ্কর দেবনাথ, ডি এস পি অনির্বাণ দাস সহ বিশাল পুলিশ বাহিনী৷ খবর দেওয়া হয় ফরেনসিক টিমকে৷ তারাও যথারীতি ঘটনা স্থলে আসেন৷ শুরু হয় তদন্ত প্রক্রিয়া৷ এদিকে গুলিবিদ্ধ দুজনের নাম সঞ্জয় দাস , বাড়ি নতুন নগর দিঘালীয়া এবং অপরজনের নাম হরিপদ দাস, বাড়ি নতুন নগর দাশ পাড়া ছিনাইহানি৷ সদর এস ডি পি ও — অজয় কুমার দাস জানান খবর পেয়ে পুলিশ ছুটে আসে৷ এগরোল খেতে ছয় জন আসে৷ এগরোল খাওয়া শেষে বাইরে বেরুতেই অজ্ঞাত পরিচয় কিছু লোক তাদের উপর গুলি চালায়৷ পুলিশের বক্তব্য চার রাউন্ড গুলি চলে এদিন৷ কারন চার রাউন্ড বুলেটের শেল উদ্ধার হয়েছে ঘটনাস্থল থেকে৷ দুজনের গুলি লাগে৷ একজনের হাতে ও পায়ে এবং একজনের কোমরে গুলি লেগেছে৷ দুজনেই বিপদ মুক্ত অবস্থায় রয়েছেন৷ পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে৷ দুজন অভিযুক্তকে গ্রেপ্তার করে৷ একই সঙ্গে আটক করা হয় এই ঘটনায় ব্যবহৃত দুটি গাড়ি৷ গ্রেপ্তার দুই অভিযুক্তের নাম প্রভাকর ঘোষ, বাড়ি ঊষা বাজার এবং সন্তোষ দাস, বাড়ি ঊষা বাজার বৈশ্য পাড়া৷ আটক করা গাড়ির নাম্বার হল টিআর০১বিএস০৪৩২ এবং টিআর০১ বিডি ০৪২৫৷ সূত্রের খবর নিগো বানিজ্যের জেরেই এই গুলিকান্ড৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *