আগরতলা, ২৬ অক্টোবর (হি. স.) : পরম্পরা বজায় রেখে আজ সরকারি বাসভবনে ভাইফোঁটা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা। এদিন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাজ্যসভার সাংসদ বিপ্লব কুমার দেবও নিজ সরকারি বাসভবনে ভাইফোঁটা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
ত্রিপুরার বিভিন্ন প্রান্ত থেকে বোনরা এসে মুখ্যমন্ত্রী ও প্রাক্তন মুখ্যমন্ত্রীর দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে ভাইফোঁটা দিয়েছেন। দুজনেই সবার হাতে উপহার তুলে দেন।
অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, ভ্রাতৃদ্বিতীয়া উপলক্ষে বোনদের আশীর্বাদ ও স্নেহ মানুষের জন্য কাজ করার শক্তি যোগায়। নারী শক্তির উন্মেষ, স্বশক্তিকরণ ও নারীদের সর্বাঙ্গীন বিকাশে বর্তমান সরকার অঙ্গীকারবদ্ধ। তিনি বলেন, ভ্রাতৃদ্বিতীয়া আমাদের কৃষ্টি ও সংস্কৃতির একটি অঙ্গ। মুখ্যমন্ত্রী ভ্রাতৃদ্বিতীয়ার পুণ্যক্ষণে বোনদের মঙ্গল কামনা করে শুভেচ্ছা জানান।এদিন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাজ্যসভার সাংসদ বিপ্লব কুমার দেব বলেন, ভাইদের জন্য বোনদের মঙ্গল কামনা ভারতীয় কৃষ্টি ও সংস্কৃতির অভিন্ন অঙ্গ। এই উত্সবের মধ্য দিয়ে সম্পর্ক আরও গভীর ও শক্তিশালী হয়। ত্রিপুরার মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে আজকের দিনে ভাইফোঁটা অনুষ্ঠানে অংশগ্রহণ করছি। আজও তার ব্যতিক্রম হয়নি। তিনি সকলের মঙ্গল কামনা করেছেন।