সের্গেই শোইগুর সঙ্গে ফোনে কথা রাজনাথের, ইউক্রেন-সহ নানা বিষয়ে দুই দেশের প্রতিরক্ষা মন্ত্রীর কথা

নয়াদিল্লি, ২৬ অক্টোবর (হি. স.) : রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শোইগুর সঙ্গে বুধবার টেলিফোনে কথা বলেছেন ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। টেলিফোনে কথোপকথন হয়ে উভয়ের মধ্যে। ইউক্রেনের পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন তাঁরা। একটি ‘জঘন্য বোমা’ ব্যবহার করে ইউক্রেনের সম্ভাব্য উসকানি সম্পর্কে নিজের উদ্বেগ প্রকাশ করেছেন সের্গেই শোইগু।

ভারতের প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী শোইগু ইউক্রেনের ক্রমবর্ধমান পরিস্থিতি সম্পর্কে ভারতের প্রতিরক্ষা মন্ত্রীকে অবহিত করেছেন, যার মধ্যে ‘জঘন্য বোমা’ ব্যবহারের মাধ্যমে সম্ভাব্য উসকানি সম্পর্কে তার উদ্বেগ রয়েছে। সংঘাতের দ্রুত সমাধানের জন্য আলোচনা ও কূটনীতির পথ অনুসরণ করার প্রয়োজনীয়তার বিষয়ে ভারতের অবস্থান পুনর্ব্যক্ত করেছেন রাজনাথ সিং। তিনি উল্লেখ করেছেন যে পারমাণবিক বিকল্পের অবলম্বন করা উচিত নয় কারণ পারমাণবিক/রেডিওলজিক্যাল অস্ত্র ব্যবহারের সম্ভাবনা মানবতার মৌলিক নীতির বিরুদ্ধে যায়।