শুধুমাত্র রাহুল গান্ধীই পারবেন মোদীকে চ্যালেঞ্জ জানাতে : অশোক গেহলট

নয়াদিল্লি, ২৬ অক্টোবর (হি.স.): শুধুমাত্র রাহুল গান্ধীর পক্ষেই সম্ভব নরেন্দ্র মোদীকে চ্যালেঞ্জ জানানো। দাবি করলেন রাজস্থানের মুখ্যমন্ত্রী ও কংগ্রেস নেতা অশোক গেহলট। একইসঙ্গে কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে-কে শুভেচ্ছা জানিয়ে অশোক গেহলট বলেছেন, নতুনের শুরু হচ্ছে আজ থেকে। বুধবার সকালে দিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অশোক গেহলট বলেছেন, শেষ মুহূর্ত পর্যন্ত, রাহুল গান্ধীকেই দলের সভাপতি করার চেষ্টা করা হয়েছিল, কারণ শুধুমাত্র তিনিই মোদী এবং সরকারকে চ্যালেঞ্জ জানাতে পারবেন।

বুধবার কংগ্রেসের সভাপতি পদের দায়িত্বভার গ্রহণ করেছেন মল্লিকার্জুন খাড়গে। প্রবীণ এই কংগ্রেস নেতাকে শুভেচ্ছা জানিয়ে অশোক গেহলট বলেছেন, নতুনের শুরু হচ্ছে আজ থেকে। আমরা মল্লিকার্জুন খাড়গেজিকে অভিনন্দন জানাচ্ছি এবং দলকে শক্তিশালী করতে কাজ করব।