রাজ্যের আইন শৃঙ্খলা পূর্বের তুলনায় ভাল ঃ মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ অক্টোবর৷৷ রাজ্যের আইন-শৃঙ্খলা পূর্বের তুলনায় অনেক ভালো৷ পুলিশ প্রশাসনকে নির্দেশ দেওয়া আছে যে কোন ঘটনার তদন্তক্রমে কঠোর ব্যবস্থা গ্রহণের৷ রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে এমনটা জানান মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা৷
আইনের শাসন রয়েছে তা মানুষ যেন বুঝতে পারে, সেই দিকে লক্ষ্য রেখে কাজ করার জন্য বলা হয়েছে পুলিশকে৷ দুই একটি বিক্ষিপ্ত ঘটনা ঘটে৷ তবে সকল ঘটনার সঠিক তদন্তের জন্য নির্দেশ দেওয়া রয়েছে৷ রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে এমনটা জানান মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা৷ তিনি আরও বলেন রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে বিস্তারিত তথ্য সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরা হবে৷ তারপর রাজ্যের মানুষ সবকিছু জানতে পারবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *