ব্যবসায়ীকে অপহরণ করে কোটি টাকা লুট, গ্রেফতার কলকাতা পুলিশের কনস্টেবল

কলকাতা, ২৬ অক্টোবর (হি. স.) : অপহরণ করে কোটি টাকা ডাকাতির ঘটনায় ফের গ্রেফতার কলকাতা পুলিশের কনস্টেবল। এই কাণ্ডে ইতিপূর্বে কলকাতা পুলিশের স্পেশ্যাল ব্রাঞ্চের এক কনস্টেবলকে গ্রেফতার করা হয়েছিল। তাঁকে জেরা করেই অভিযুক্তর হদিশ মেলে।

বুধবার সল্টলেকের আবাসন থেকে তাঁকে গ্রেফতার করে পুলিশ। দেখা গেল রক্ষকই ভক্ষক! ধৃতের নাম দেবাশিস দাস। জানা গিয়েছে, পুলিশ সেজে অপকীর্তি ঘটানোর রীতিমতো প্রশিক্ষণ দিতেন তিনি। তাঁকে জিজ্ঞাসাবাদ করে চক্রের বাকিদের খোঁজ করছে পুলিশ। এনিয়ে এই ঘটনায় মোট ৫ জনকে গ্রেফতার করল পুলিশ।

সূত্রের খবর, জুন মাসে পুলিশ সেজে কসবার এক ব্যবসায়ীকে অপহরণ করা হয়। অভিযোগ, লেনিন সরণী থেকে পুলিশ সেজে তাঁকে গাড়িতে তুলে নেয় কয়েকজন দুষ্কৃতী। সেই সময় ব্যবসায়ীর ব্যাগে ছিল ১ কোটি ২৫ লক্ষ টাকা। করুণাময়ীর কাছে ওই ব্যবসায়ীকে ছুঁড়ে ফেলে টাকা ভরতি ব্যাগ নিয়ে চম্পট দেয় গাড়িতে থাকা দুষ্কৃতীরা। সেই ঘটনার তদন্তে নেমে আগেই তিনজনকে গ্রেফতার করেছিল পুলিশ।

কিছুদিন আগে এই ঘটনায় কলকাতা পুলিশের স্পেশ্যাল ব্রাঞ্চের কনস্টেবলকে গ্রেফতার হন। নাম অমিয় উপাধ্যায়। মালদহের বাসিন্দা। আপাতত জেলেই রয়েছেন তিনি। অমিয়কে লাগাতার জিজ্ঞাসাবাদ করে উঠে আসে আরেক পুলিশকর্মীর নাম। সল্টলেকের বাসিন্দা দেবাশিস দাস। জানা যায়, লুঠ হওয়া টাকার বাকি অংশ রয়েছে তাঁর কাছেই। ইতিপূর্বে মালদহের একটি গোপন এলাকা থেকে ১ লক্ষ ২৫ হাজার টাকা উদ্ধার হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *