নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ অক্টোবর৷৷ তেলিয়ামুড়া থানা এলাকার দুইটি স্থানে একই দিনে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা দুই ব্যাক্তির৷ প্রথম ঘটনাটি সংগঠিত হয় বুধবার তেলিয়ামুড়া থানা এলাকার ব্যারেজ সংলগ্ণ এলাকায় এবং পরবর্তী ঘটনাটি সংঘটিত হয় তেলিয়ামুড়া থানা এলাকার মোহরছড়া এলাকায়৷ বুধবার দুপুর আনুমানিক আড়াইটা নাগাদ তেলিয়ামুড়া অগ্ণিনির্বাপক দপ্তরের কর্মীদের কাছে খবর আসে তেলিয়ামুড়া থানা এলাকার চাকমাঘাট ব্যারেজ সংলগ্ণ এলাকায় এক ব্যাক্তি পড়ে রয়েছে৷ পরবর্তীতে অগ্ণি নির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে রাস্তার পাশে পড়ে থাকা ব্যাক্তির শরীরে এবং মুখের গন্ধ অনুভব করে বুঝতে পারে ওই ব্যাক্তি বিষ জাতীয় কিছু সেবন করেছে৷ পরবর্তীতে ওই ব্যাক্তিকে উদ্ধার করে নিয়ে আসা হয় তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে৷ জানা গেছে, ওই ব্যাক্তির নাম সুমন দেবনাথ৷ রানীরবাজার নোয়াগাঁও বাগবাড়ি এলাকার বাসিন্দা সে৷ পরবর্তীতে ওই ব্যাক্তির প্রাথমিক চিকিৎসার পর কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য আগরতলা জিবি হাসপাতালে প্রেরণ করে৷ তবে কি কারণে তেলিয়ামুড়া চাকমাঘাট এলাকায় এসে বিষ সেবন করে রাস্তার পাশে পড়ে রইল এই ব্যাপারটি ধোঁয়াশা থেকেই গেল৷ অপরদিকে তেলিয়ামুড়া থানা এলাকার মোহরছড়া এলাকায় শংকর শর্মা নামের এক ব্যাক্তি আকন্ঠ মদ্যপান করে৷ সেই সঙ্গে বিষ সেবন করে রাস্তার পাশে পড়ে থাকে৷ ওই রাস্তা ধরে আসা এক অটোচালক ব্যাক্তিকে রাস্তার পাশে পড়ে থাকতে প্রত্যক্ষ করে ঘটনাস্থল থেকে উদ্ধার করে নিয়ে আসে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে৷ তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে এলে প্রাথমিক চিকিৎসার পর কর্তব্যরত চিকিৎসক ভর্তি রেখে চিকিৎসা শুরু করে৷
2022-10-26