পাটুলিতে অব্যাহত দুষ্কৃতীদের দৌরাত্ম্য, মদ্যপানের প্রতিবাদ জানানোয় ফের প্রহৃত দম্পতি

কলকাতা, ২৬ অক্টোবর (হি. স.) : তিনদিনে এই নিয়ে তৃতীয় বার। দক্ষিণ কলকাতার পাটুলিতে ফের দুষ্কৃতীদের তাণ্ডব। বাড়ির সামনে মদ্যপান করায় প্রতিবাদ জানিয়েছিলেন এক দম্পতি। তাতে ওই দম্পতিকেই মারধর করা হয়েছে বলে অভিযোগ। মারধরের জেরে চোখে গুরুতর আঘাত পেয়েছেন গৃহকর্তা। পাটুলি থানায় অভিযোগ দায়ের হয়েছে সেই নিয়ে। এখনও পর্যন্ত তিন জনকে আটক করেছে পুলিশ।

পাটুলি থানার অন্তর্গত বৈষ্ণবঘাটা টাউনশিপে এই ঘটনা ঘটে। মঙ্গলবার রাতে সেখানে একটি বাড়ির সামনে তিন যুবক মোটর সাইকেল দাঁড় করিয়ে মদ্যপান করছিলেন বলে অভিযোগ। শুধু মদ্যপানই নয়, ওই বাড়ির সিঁড়িতে তাঁরা কাচের বোতলও আছাড় মেরে ভাঙেন বলে অভিযোগ সামনে এসেছে। তা নিয়ে প্রতিবাদ জানাতে গেলেই ওই বাড়ির বাসিন্দা দম্পতিকে তাঁরা বেধড়ক মারধর করেন বলে অভিযোগ সামনে এসেছে।

যে বাড়ির সামনে এই ঘটনা ঘটেছে, সেই বাড়িতে বাচ্চাকে নিয়ে ভাড়া থাকেন এক দম্পতি। তাঁরা জানিয়েছেন, মঙ্গলবার রাত ২টো নাগাদ ওই তিন যুবক তাঁদের ঘরের সামনে এসে মদ্যপান শুরু করেন। বাড়ির সিঁড়িতে আছড়ে ভাঙেন কাচের বোতল। তাতে প্রতিবাদ জানান গৃহকর্তা। কাচের টুকরো পায়ে সন্তানের পায়ে বিঁধতে পারে বলেও সতর্ক করেন তিনি। তাতে দুই পক্ষের মধ্যে বচসা বেধে যায়। সেই পরিস্থিতিতে দরজা খুলে বাড়ির বাইরে বেরিয়ে আসেন গৃহকর্তা। পিছু পিছু বেরিয়ে আসেন তাঁর স্ত্রীও। তাতে বচসা থেকে ক্রমশ হাতাহাতি বেধে যায়। দুষ্কৃতীরা ওই দম্পতিকে বেধড়ক মারধর করেন বলে অভিযোগ। তাতে চোখে আঘাত পেয়েছেন গৃহকর্তা। তাঁর দাবি, সজোরে তাঁর বাঁ চোখে ঘুষি মারা হয়।

এই ঘটনায় পাটুলি থানায় অভিযোগ দায়ের করেন ওই দম্পতি। তাতে ঘটনাস্থলে এসে বুধবার সরেজমিনে পরিস্থিতি খতিয়ে দেখে পুলিশ। অভিযুক্ত তিন যুবককে আটক করা হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। কী কারণে ঘটনা এমন আকার ধারণ করল, তার নেপথ্য কারণ খতিয়ে দেখছে তারা। তবে পর পর এই ধরনের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *