রায়গঞ্জ, ২৬ অক্টোবর (হি. স.) : প্রায় ১০ লক্ষ টাকা মূল্যের ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত করল রাজ্য পুলিশের স্পেশাল টাস্কফোর্স (এসটিএফ)। পাশাপাশি পাচার চক্রের সঙ্গে জড়িত দুজনকে গ্রেফতার করল পুলিশ। এদিন ধৃতদের রায়গঞ্জ জেলা আদালতে পেশ করলে ১৪ দিনের জেল হেপাজতের নির্দেশ দেন বিচারক।
ধৃতদের নাম জিল্লুর মণ্ডল (৩৬), কমল চৌধুরী (৩৮), বাড়ি মুর্শিদাবাদ জেলার জলঙ্গি থানার চুয়াপাড়া গ্রামে। জানা গিয়েছে, বাংলা বিহার সীমান্তের কানকি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর সীমান্ত দিয়ে ওই ইয়াবা ট্যাবলেট বাংলাদেশে পাচার করার ছক কষেছিল ধৃতরা। এদিন ধৃতদের রায়গঞ্জ জেলা আদালতে পেশ করলে ১৪ দিনের জেল হেপাজতের নির্দেশ দেন বিচারক।