নয়াদিল্লি, ২৫ অক্টোবর (হি.স.): আতশবাজি ফাটানোর ক্ষেত্রে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও, রাজধানী দিল্লিতে দীপাবলির রাতে দাপটের সঙ্গে ফাটল আতশবাজি। মঙ্গলবার সকালে দিল্লির অক্ষরধাম, অর্জুন নগর এলাকায় পড়ে থাকা আতসবাজির বর্জ্য দেখা বোঝাই গিয়েছে, দিল্লিতে কী পরিমান আতশবাজি ফাটানো হয়েছে। দীপাবলির রাতে আগুন লাগার ২০১টি ফোনও পেয়েছিল দমকল। তার মধ্যে অধিকাংশই ছিল আতসবাজির জন্য সৃষ্ট আগুন।
দিল্লির পরিবেশমন্ত্রী গোপাল রাই গত সপ্তাহে বলেছিলেন, দীপাবলিতে রাজধানীতে আতশবাজি ফাটালে ৬ মাস পর্যন্ত জেল এবং ২০০ টাকা জরিমানা করা হবে। আইনি বাধা থাকা সত্ত্বেও, দক্ষিণ এবং উত্তর-পশ্চিম দিল্লি-সহ রাজধানীর অনেক অংশে মানুষজন সোমবার সন্ধ্যার পর থেকে আতশবাজি ফাটাতে শুরু করেন। উচ্চ-তীব্রতার আতশবাজি ফাটানো হয় কোথাও কোথাও।

