সাড়ে তিন মাস পর চুরি যাওয়া স্কুটি উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ অক্টোবর৷৷  চুরি যাওয়া সুকটি উদ্ধার দীর্ঘ সাড়ে তিন মাস পর৷ সুকটির কর্ণধার শংকর সাহার হাতে রবিবার পূর্ব থানার পুলিশ স্কুটিটি তুলে দেয়৷ পূর্ব থানার পুলিশ রানা চ্যাটার্জি জানান, জুলাই মাসে ৪ তারিখ বড়দোয়ালী মায়া মেডিকেল হলের সামনে থেকে স্কুটিটি চুরি হয়েছিল৷ তারপর এডি নগর থানায় মামলা দায়ের করেছিলেন স্কুটির মালিক৷ গত কয়েকদিন আগে স্কুটিটি উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষ করে রবিবার স্কুটিটি তুলে দেওয়া হয়৷ পুলিশ জানান এ ধরনের কর্তব্য আগামী দিনেও অব্যাহত থাকবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *