লখনউ, ২৩ অক্টোবর (হি.স.) : শনিবার রাতে বাড়িতে আগুন লেগে মারা গেলেন পুলিশের এক অবসরপ্রাপ্ত মহাপরিদর্শক (আইজি) ডিসি পান্ডে। তাঁর স্ত্রী ও ছেলে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে রবিবার পুলিশ জানিয়েছে।ঘটনাটি ঘটেছে শনিবার রাত ১১টা নাগাদ ইন্দিরা নগর এলাকার বাড়িতে।
পুলিশ জানিয়েছে, শনিবার রাতে আচমকা অবসরপ্রাপ্ত আইজি ডিসি পান্ডের বাড়ির প্রথম তলায় আগুন লেগেছিল এবং তার পরিবার আটকে গিয়েছিল। পুলিশ আগুন লাগার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে।