জয়নগরে বিপুল পরিমানে ব্রাউন সুগার এবং হিরোইন ইদ্ধার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ অক্টোবর৷৷ পশ্চিম থানার অন্তর্গত জয়নগর বড়বাড়ি এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ব্রাউন সুগার এবং হিরোইন উদ্ধার করে এলাকাবাসী৷ এই ঘটনায় দুজনকে আটক করতে সক্ষম হয় স্থানীয় বাসিন্দারা৷ কিন্তু সুযোগ বুঝে দুই নেশাগারি এলাকাবাসীর হাত থেকে পালিয়ে যেতে সক্ষম হয়৷ জানা যায় এলাকার বাসিন্দা বকুল মিয়ার বাড়িতে দুই যুবক আসে  নেশা সামগ্রী বিক্রি করতে৷ এই খবর পেয়ে এলাকার এক যুবকের নেতৃত্বে দুই নেশা বিক্রেতাকে আটক করা হয়৷ পরে সুযোগ বুঝে দুই নেশা বিক্রেতা পালিয়ে যায়৷ পরে এলাকাবাসী বটতলা পুলিশ ফাঁড়িতে খবর দেয়৷ ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ৷ আটক করা নেশা সামগ্রী উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ৷ এলাকাবাসীর দাবি বকুল মিয়া নামে ওই যুবককে আটক করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *