পটনা, ২৩ অক্টোবর (হি.স.) : রবিবার সকাল সাড়ে ৭টার দিকে রাজধানী পটনার দিঘা ঘাটের কাছে ১০ ও ১৫ নম্বর পিলারের মাঝখানের সেতুর সঙ্গে নৌকা ধাক্কা খেয়ে গঙ্গা নদীতে পড়ে যায়। এই নৌকায় ২১ জন ছিলেন। এর মধ্যে ১৫ জনকে উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন ছয়জন। এসডিআরএফ দল এই লোকদের খোঁজ করছে।
স্থানীয়রা জানান, ছট পূজার ঘাট পরিষ্কারের সময় এ ঘটনা ঘটে। এরপর কয়েকজন নৌকা নদীতে নিয়ে গিয়ে বাঁশ ও লাইফ জ্যাকেটের সাহায্যে ডুবে যাওয়া মানুষকে উদ্ধার করে। স্থানীয় লোকজনের সহায়তায় পুলিশ ও এসডিআরএফ টিম উদ্ধার অভিযান চালাচ্ছে। গঙ্গা নদীর জল বৃদ্ধি পাওয়ায় উদ্ধারকাজে সমস্যা হচ্ছে।