হাফলং (অসম), ২৩ অক্টোবর (হি.স.) : ডিমা হাসাও জেলায় ড্রাগসের বিরুদ্ধে পুলিশের ব্যাপক অভিযান অব্যাহত আছে। অসমের অন্যতম পাহাড়ি জেলা ডিমা হাসাও এখন ড্রাগসের এক শক্ত ঘাঁটি হিসেবে পরিণত হয়েছে। স্কুল-কলেজের ছাত্ররা ড্রাগসের নেশায় আসক্ত হচ্ছে। পাহাড়ি জেলায় ড্রাগস এখন সহজলভ্য হয়ে পড়েছে। তবে জেলা থেকে ড্রাগসের রমরমা ব্যবসা উৎখাত করতে এবার ডিমা হাসাও পুলিশ সমগ্র জেলাজুড়ে অভিযান তীব্রতর করে তুলেছে। যার দরুন প্রতিদিন পুলিশ অভিযান চালিয়ে ড্রাগস বাজেয়াপ্ত করার পাশাপাশি বহু যুবককে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। এই গ্রেফতারকৃতদের মধ্যে বেশির ভাগই স্কুল ও কলেজ পড়ুয়া বলে জানা গিয়েছে।
গত দুদিনে হাফলং পুলিশ অভিযান চালিয়ে তিন যুবককে গ্রেফতার করার পাশাপাশি এদের কাছ থেকে বৃহৎ পরিমাণের ড্রাগস ও গাঁজা বাজেয়াপ্ত করেছে। গত দুদিনে হাফলং পুলিশ গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে ১০.৫২ গ্রাম সন্দেহযুক্ত হেরোইন ও ৩৩১ গ্রাম গাঁজা, সিরিঞ্জ বাজেয়াপ্ত করার পাশাপাশি তিন যুবককে গ্রেফতার করেছে।
এদিকে স্কুলের ছাত্ররা যেভাবে ড্রাগসের প্রতি আকৃষ্ট হচ্ছে এনিয়ে স্কুলসমূহের পরিদর্শক গায়েত্রী নাইডিং এক বিজ্ঞপ্তি জারি করে প্রত্যেক স্কুলের ছাত্রছাত্রীদের স্কুল ব্যাগ খুলে দেখার নির্দেশ দিয়েছেন। এছাড়া ছাত্রছাত্রীদের মাদকদ্রব্যের প্রতি আসক্তি কমাতে প্রতি ১৫ দিন অন্তর অন্তর ছাত্রছাত্রী ও অবিভাবকদের নিয়ে স্কুলে সচেতনাতামূলক ক্লাস ও সভার আয়োজন করার নির্দেশ দিয়েছেন স্কুলসমূহের পরিদর্শক গায়েত্রী নাইডিং।