দায়িত্ব নিয়ে প্রথম দিনেই দারুন ঘোষণা টিসিএ-র নতুন কমিটির

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২২ অক্টোবর।। নতুন কমিটি গঠিত হলো টিসিএ-র। দায়িত্ব নিয়ে শনিবার বিকেলেই টিসিএ-র অফিস বিয়ারার সহ এপেক্সের কয়েকজন মিলে এক সাংবাদিক বৈঠক ডাকলেন। বৈঠকে ছিলেন টিসিএ-র সভাপতি তপন লোধ, সচিব তাপস ঘোষ, যুগ্ম সচিব জয়ন্ত দে,  সহ সভাপতি তিমির চন্দ, ট্রেজারার জয়লাল দাস প্রমুখ। সবে মাত্র একদিন হলো, টিসিএ-র দায়িত্ব নিলেন তাঁরা। চেয়ারে বসেই প্রথম দিনেই করলেন দারুন এক ঘোষণা। টিসিএর বেতন ভুক্ত কর্মীদের জন্য। টিসিএর ১২৭ জন বেতন ভুক্ত কর্মী রয়েছে গোটা রাজ্যে। তাদের প্রত্যেককে দীপাবলি উপলক্ষে এক হাজার টাকা ফেস্টিভল বোনাস দেবার ঘোষণা দিলো নতুন এই কমিটি। বিষয়টা সত্যিই প্রশংসার। এই ঘোষণা দিলেন খোদ ট্রেজারার জয়লাল দাস। এরপর টিসিএ-র আগামী দিনে প্রশাসনিক বিষয় নিয়ে মতামত ব্যক্ত করলেন নতুন সচিব তাপস ঘোষ। তিনি স্পষ্ট ভাবে বললেন, সকলের  সম্মিলিত প্রয়াসেই রাজ্য ক্রিকেটকে আগামী দিনে এগিয়ে নিয়ে যেতে বদ্ধপরিকর তিনি। পরবর্তীতে খেলাধুলার বিষয়ে আলোচনা করলেন সহ সভাপতি তিমির চন্দ। কথা প্রসঙ্গে তিমির চন্দ বললেন, রাজ্য ক্রিকেটের রিজার্ভ বেঞ্চ আরও শক্তিশালী করতে হবে। এর জন্য মহকুমা গুলোর সহযোগিতা লাগবেই। কেননা মহকুমা গুলো থেকেই ট্যালেন্ট বাছাই করতে হবে। তবে আগামী দিনে বিভিন্ন বিভাগে রাজ্যদলের রিজার্ভ বেঞ্চ শক্তিশালী হবে। এবারই প্রথম অনুর্ধ ১৫ মহিলা বিভাগে টুর্নামেন্ট চালু করবে বিসিসিআই। এর জন্য সূচিও ঘোষিত হয়ে গেছে। রাজ্য দলও এতে অংশগ্রহণ করবে। তবে এই দল গঠনের জন্য ওপেন ট্রায়াল ডাকবে টিসিএ গোটা রাজ্যে। প্রত্যেকটি মহকুমায় ২৬ অক্টোবর থেকে পাঁচ দিনব্যাপী চলবে এই ট্রায়াল ক্যাম্প। আগরতলাতে হবে সদর, জিরানিয়া এবং মোহনপুরের ক্যাম্প। একই সঙ্গে এবছর ত্রিপুরায় নয়টি জাতীয় স্তরের ম্যাচ করার সুযোগ দিলো বিসিসিআই। এই ম্যাচ গুলোকে কেন্দ্র করে ও পরিকাঠামো গত উন্নয়নে টিসিএ-র বর্তমান কমিটি খুবই দ্রুততার সহিত কাজ করে যাবে বলে অভিমত ব্যক্ত করলেন তিনি। অবশেষে সভাপতি তপন লোধ সমাপ্তি ভাসনে রাজ্য ক্রিকেটের উন্নয়নে মিডিয়ার সহযোগিতা ও চাইলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *