ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২২ অক্টোবর।। ত্রিপুরার আর দিল্লী জয় হলো না। উপরন্তু দিল্লি ত্রিপুরাকে ছয় উইকেটে হারিয়ে মুল পর্বে খেলার ছাড়পত্র ছিনিয়ে নিয়েছে। খেলা সৈয়দ মুস্তাক আলী ট্রফি টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের। জয়পুরে জয়পুরিয়া বিদ্যালয় গ্রাউন্ডে ত্রিপুরা বনাম দিল্লি ম্যাচ। গ্রুপ লীগের শেষ ম্যাচ। আটদলীয় গ্রুপ বি-তে ত্রিপুরা ৩ ম্যাচে জয়ী হওয়ার সুবাদে ১২ পয়েন্ট পেয়ে ষষ্ঠ স্থানে অবস্থান করে এবারের আসর শেষ করে ঘরে ফিরছে। আজকের খেলায় দিল্লি ৬ উইকেটের ব্যবধানে ত্রিপুরার বিরুদ্ধে সহজ পেয়েছে। টস জিতে দিল্লি প্রথমে বোলিং এর সিদ্ধান্ত নিয়ে ত্রিপুরা দলকে আমন্ত্রণ জানায় ব্যাট করার জন্য। নির্ধারিত ২০ ওভার শেষ হওয়ার দুই বল বাকি থাকতেই ত্রিপুরা সবকটি উইকেট হারিয়ে ১৩৪ রান সংগ্রহ করতে সক্ষম হয়। দলের পক্ষে অধিনায়ক ঋদ্ধিমান সাহা ও পেশাদারী দীপক ক্ষৈত্রী দুজনেই ২৮ করে রান করেন। দিল্লির বোলার নীতিশ রানা, ললিত যাদব ও ময়াংক যাদব প্রত্যেকে তিনটি করে উইকেট পেয়েছে। জবাবে ব্যাট করতে নেমে দিল্লি ১৭.১ ওভার খেলে চার উইকেট হারিয়ে জয়ের প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়। অধিনায়ক নীতিশ রানা ৩১ বল খেলে চারটি বাউন্ডারি ও পাঁচটি ওভার বাউন্ডারী হাঁকিয়ে সর্বাধিক ৬১ রান সংগ্রহ করে দলের জয় সহজ করে দেয়। এছাড়া, যশ ধূল পেয়েছে ৩৩ রান। রাজ্য দলের মনিশঙ্কর মুরাসিং দুটি উইকেট পেয়েছে।
2022-10-22