নয় দফা দাবীতে খোয়াইয়ে কংগ্রেসের গণবস্থান

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ অক্টোবর৷৷  নয় দফা দাবিতে খোয়াইতে কংগ্রেসের  উদ্যোগে চার ঘণ্টার গণবস্থান সংগঠিত করা হয়৷ জনস্বার্থ সংশ্লিষ্ট দাবি নিয়ে খোয়াই সুভাষপার্কে পাঞ্জাব নেশনাল ব্যাংকের সামনে আয়োজিত হয় চার ঘণ্টার গণবস্থান৷ খোয়াই ব্লক কংগ্রেসের উদ্যোগে শনিবার সকাল এগারোটা থেকে নয় দফা দাবিতে গণ অবস্থান সংগঠিত করা হয়৷ রেগা প্রকল্পে শ্রমিকদের মজুরি বৃদ্ধি, বেকার সমস্যার সমাধানে সময়োপযোগী পদক্ষেপ গ্রহণ করা, সামাজিক ভাতা সময় মত প্রদান, খোয়াই মহকুমা এলাকার রাস্তা সংস্কার, পানীয় জল ও বিদ্যুত  সরবরাহ নিয়মিত করা এবং খোয়াই জেলায় একটি সীমান্ত হাট স্থাপনের জন্য দাবি উত্থাপন করেন৷ গণ অবস্থান থেকে দুর্নীতির বিরুদ্ধে গণআন্দোলন গড়ে তোলার আহবান জানানো হয়৷ গণ অবস্থানে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস কমিটির সদস্য পরিতোষ দাস, তেলিয়ামুড়া জেলা কংগ্রেস সভাপতি বিক্রম কিশোর সিনহা, খোয়াই ব্লক কংগ্রেস কমিটির সভাপতি যতীন্দ্র গোপ, প্রাক্তন জেলা সভাপতি ক্ষিতীশ ভৌমিক নিখিল চক্রবর্তী সহ অন্যান্যরা৷ জেলা কংগ্রেস সভাপতি বিক্রম কিশোর সিনহা বর্তমান সরকারের বিভিন্ন কাজকর্মের তীব্র সমালোচনা করেন৷ তিনি বলেন রাজ্যে আইনের শাসন নেই৷ ক্রমবর্ধমান দ্রব্যমূল্য বৃদ্ধি রোধের ব্যাপারে সরকার কোন ধরনের উদ্যোগ গ্রহণ করছে না৷ বিরোধী দলের নেতাকর্মী সমর্থকদের মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করার চেষ্টা করা হচ্ছে৷ রাজ্যে নারী নির্যাতন দিনের পর দিন বৃদ্ধি পেয়ে চলেছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *